Jyotipriya Mallick: ‘ষড়যন্ত্র করেছেন শুভেন্দু অধিকারী’, গ্রেফতার হওয়ার পর বিস্ফোরক বালু

Jyotipriya Mallick: গভীর রাতে গ্রেফতার করার পরও ষড়যন্ত্রের কথাই বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কয়েক ঘণ্টা পর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময়েও একই তত্ত্বের কথা শোনা গেল তাঁর মুখে।

Jyotipriya Mallick: 'ষড়যন্ত্র করেছেন শুভেন্দু অধিকারী', গ্রেফতার হওয়ার পর বিস্ফোরক বালু
সিজিও থেকে বের করা হল মন্ত্রীকেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 9:27 AM

কলকাতা : গ্রেফতার হওয়ার পর থেকেই হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে একটাই কথা- তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। রাত সাড়ে ৩টেয় ইডি-র গাড়িতে ওঠার সময় চীৎকার করে সে কথা বলেছিলেন রাজ্যের বন মন্ত্রী। এরপর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। সকাল ৯ টা নাগাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য যখন মন্ত্রীকে বের করা হল, তখনও তাঁর মুখে একটাই কথা- ‘চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে।’ এ কথা বলতে বলতেই গাড়িতে উঠে যান বালু মল্লিক।

তিনি যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়িতে উঠছেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করতে থাকেন, কে করল ষড়যন্ত্র? সাদা গাড়ির ভিতর থেকে মন্ত্রী জোর গলায় উত্তর দিলেন, ‘ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী।’ এদিন গ্রেফতার হওয়ার পর প্রথমেই বিজেপির কথা বলেছিলেন মন্ত্রী। এবার শোনা গেল বিরোধী দলনেতার নাম।

তবে বিজেপি মনে করিয়ে দিচ্ছে, আদালতের নির্দেশেই এই দুর্নীতির তদন্ত চলছে, আর তার জেরেই এই গ্রেফতারি। বিজেপি নেতা রাহুল সিনহা জ্যোতিপ্রিয়র এই বক্তব্য প্রসঙ্গে বলেন, প্রথম প্রশ্ন হল, দুর্নীতি হয়েছে কি না। দ্বিতীয় প্রশ্ন হল কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি হয়েছে কি না। তিনি আরও বলেন, “একজন শিশুও জানে যে আদালতের নির্দেশে এই তদন্ত হচ্ছে। আদালতে বারবার সিবিআই ও ইডি-কে ভর্ৎসিত হতে হয়েছে। তাই দুর্নীতির মূলচ্ছেদ করার জন্য তৎপর হয়েছে ইডি। এর মধ্যে বিজেপিও নেই, অন্য কেউও নেই।” রাহুল সিনহার বক্তব্য, “কোভিড কালে মানুষের জন্যে প্রধানমন্ত্রীর দেওয়া খাবার লুঠ করার অপরাধে জ্যোতিপ্রিয় মল্লিককে আগেই গ্রেফতার করা উচিত ছিল। বিলম্ব হলেও এই কাজ যে হয়েছে, এর জন্য বাংলার মানুষ খুশি।”