AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chiranjeet Chakraborty on Chopra incident: জেসিবিকে ছারপোকার সঙ্গে তুলনা, চোপড়া নিয়ে সরব চিরঞ্জিৎ

Chiranjeet Chakraborty on Chopra incident: পুলিশি হেফাজতে রয়েছেন জেসিবি। শুধু লক্ষ্মীপুরের এই ঘটনা নয়, এর আগেও একাধিক ঘটনায় অভিযুক্ত জেসিবি। পঞ্চায়েত নির্বাচনের সময় এক সিপিএম নেতাকে গুলি করে খুনের ঘটনায় তিনি অভিযুক্ত। সেই সময় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু, দিন পনেরোর মধ্যে ছাড়া পেয়ে যান।

Chiranjeet Chakraborty on Chopra incident: জেসিবিকে ছারপোকার সঙ্গে তুলনা, চোপড়া নিয়ে সরব চিরঞ্জিৎ
জেসিবিকে ছারপোকার সঙ্গে তুলনা করলেন চিরঞ্জিৎ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2024 | 8:49 PM

কলকাতা: উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর এলাকায় সালিশি সভা বসিয়ে যুবক-যুবতীকে বেধড়ক মারধর। মূল অভিযুক্ত তৃণমূলেরই স্থানীয় নেতা তাজমুল ইসলাম ওরফে জেসিবি। সেই মারধরের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। এমনকি, মঙ্গলবার সংসদে বিষয়টি উত্থাপন করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। জেসিবির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। কার্যত লক্ষ্মীপুরে শেষ কথা বলেন তিনিই। চোপড়ার এই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। ছারপোকার সঙ্গে জেসিবি-কে তুলনা করলেন।

জেসিবি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। মারধরের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর কার্যত জেসিবির পাশে দাঁড়িয়েছিলেন হামিদুল। নির্যাতিতা যুবতী অসামাজিক কাজে জড়িত বলে মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্যে জন্য বিধায়ককে শোকজ করেছে তৃণমূল। এই পরিস্থিতি চোপড়ার ঘটনা নিয়ে সরব হলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ।

এদিন চিরঞ্জিৎ বলেন, “এইসব লোকের সংখ্যা কম হয়। এটাই একটা সুবিধা। যদি বেশি হত, সর্বনাশ হয়ে যেত। তবে গুরুত্বপূর্ণ হল, একটা-দুটোও যদি বেরোয় ছারপোকার মতো, এখনই মারতে হবে। না হলে বেড়ে যাবে।” জেসিবির মতো ব্যক্তিদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া দরকার, তা স্পষ্ট করে দিলেন বারাসতের বিধায়ক।

চোপড়ার ওই ঘটনায় জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। শুধু এই ঘটনা নয়, এর আগেও একাধিক ঘটনায় অভিযুক্ত জেসিবি। পঞ্চায়েত নির্বাচনের সময় এক সিপিএম নেতাকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত তিনি। সেই সময় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু, দিন পনেরোর মধ্যে ছাড়া পেয়ে যান। এবার এমন কিছু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।