Trinamool Congress: ‘অভিনয় করলে দাদাসাহেব ফালকে পেতেন’, সুদীপকে ধুয়ে দিলেন তাপস

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Jan 02, 2024 | 7:34 PM

TMC: আগামী দিনে যাতে সুদীপবাবুর মতো 'জাতীয় পর্যায়ের' একজন নেতার ভাষার উপর নিয়ন্ত্রণ থাকে, সেই বার্তাও দিলেন তাপস রায়। বর্ষীয়ান তৃণমূল বিধায়কের বার্তা, "এঁরা কথা বলতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। আবেগতাড়িত হয়ে কী বলতে, কী বলে ফেলছেন, সেটা বুঝতে পারছেন না।

Trinamool Congress: অভিনয় করলে দাদাসাহেব ফালকে পেতেন, সুদীপকে ধুয়ে দিলেন তাপস
সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে গতকাল বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছে। জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, বাংলার অবস্থা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো হয়ে যাবে।’ সেই মন্তব্য নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের অপর বর্ষীয়ান নেতা তথা বিধায়ক তাপস রায়। সুদীপবাবুর মতো এমন বর্ষীয়ান নেতার মুখে এমন কথা যে কিছুতেই মেনে নিচ্ছেন না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তাপসবাবু। তাঁর সোজাসাপ্টা বক্তব্য, “বালাই ষাট… মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন! এ কথা বললেন কী করতে উনি। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম করে ১০-১২ বছরের বড়। উনি একথা বলেন কী করে।”

সুদীপবাবুর অতীতের রাজনীতিক জীবনও স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। বললেন, “উনি তো ৬ বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে তো বলেছিলেন, দলটা আর ছয় বছর থাকবে না। আরও অনেক কিছু বলেছিলেন, সেই কাগজ-পত্র আমাদের কাছে আছে। ওঁরা স্বামী-স্ত্রী মিলে দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছুই বলেছিলেন।”

আগামী দিনে যাতে সুদীপবাবুর মতো ‘জাতীয় পর্যায়ের’ একজন নেতার ভাষার উপর নিয়ন্ত্রণ থাকে, সেই বার্তাও দিলেন তাপস রায়। বর্ষীয়ান তৃণমূল বিধায়কের বার্তা, “এঁরা কথা বলতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। আবেগতাড়িত হয়ে কী বলতে, কী বলে ফেলছেন, সেটা বুঝতে পারছেন না। আশা করব, এরপর ওঁরা কথা কম বলবেন, বললেও যেন ভাষার উপর নিয়ন্ত্রণ থাকে।”

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ঘোর আপত্তি রয়েছে তাপস রায়ের। কড়া সমালোচনার সুরে বললেন, “এঁরা পরিশ্রম করেননি, খাটেননি, সংগঠন করেননি। এঁরা অলস, কুঁড়ে। এঁরা বরাবর চাটুকারিতাকে, স্তাবকতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। সেই জন্যই এসব কথা বেরিয়ে যায়।”

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মূল ইস্য়ুগুলির থেকে নজর ঘোরাতে একপ্রকার নাটক বলে কটাক্ষ করছে বিরোধীরা। সেই নিয়েও এদিন প্রশ্ন করা হয়েছিল তাপস রায়কে। সেই নিয়েও প্রতিক্রিয়া দিতে গিয়েও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল বিধায়ক। বললেন, “তৃণমূলের মধ্যে নাটক কি না বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে অভিনয় করতেন, দাদাসাহেব ফালকে তাঁর জন্য রাখা ছিল। অস্কার পেতেন কি না জানি না, তবে অস্কারে নাম বিবেচিত হত।”

এদিকে তাপসবাবুর নাম না করে পাল্টা মুখ খুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, “একটা কথাই বলব, হাতি চলে বাজার…। আর কিছু বলব না।” তাঁর আরও সংযোজন, “কে কী বলবেন, সেটা তাঁদের নিজের রুচির ব্যাপার। মানুষ বিচার করবেন।”

Next Article