Abhishek on Amit Shah: ‘দিল্লিতে তো মমতার সরকার নেই, জঙ্গী ঢুকল কী করে?’, বাংলায় অনুপ্রবেশ নিয়ে শাহকে জবাব অভিষেকের
Kolkata: এখানে উল্লেখ্য, গত রবিবার বিজেপির মনোনীত সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ বলেছিলেন, "ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি-বাংলাদেশি। প্রধানমন্ত্রী বাংলাদেশি-পাকিস্তানি। রাজ্যপাল পাকিস্তানি-বাংলাদেশি।" এই নিয়েই বিতর্কের ঝড় উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। আজ সেই বিষয়টিকে আরও একবার হাতিয়ার করলেন তিনি।

কলকাতা: বাংলায় মঙ্গলবার এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সাংবাদিক বৈঠক থেকে আরও একবার সুর চওড়া করেছেন তিনি। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের জন্য বঙ্গবাসী আতঙ্কিত,চিন্তিত। বিজেপি ক্ষমতায় এলে তা শেষ করবে। এবার এরই জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গ তুললেন পহেলগাঁও-দিল্লি বিস্ফোরণেরও।
অভিষেকের প্রশ্ন, দিল্লিতে তো ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তাহলে বিহার নির্বাচনের আগে কীভাবে এত বড় বিস্ফোরণ হয়? কীভাবে জঙ্গীরা ঢুকে পড়ল দিল্লিতে? কীভাবে কাশ্মীরে ঢুকে প্রাণ কাড়ল এতজন পর্যটকের? অভিষেক বলেন, “অনুপ্রবেশের কথা বলছেন? বিহার নির্বাচনের আগে দিল্লিতে বিস্ফোরণ হয়েছে সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে? এগুলো তো স্বরাষ্ট্রমন্ত্রক দেখে। তাহলে ওইখানে কেন হল? জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে এত বড় জঙ্গী হামলা কেন হল? দেশ স্বাধীনের পর সব থেকে ব্যর্থ ও অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবার আগে আপনার রিজাইন করা উচিত।”
এরপর বিজেপি দুই সাংসদ জগন্নাথ সরকার ও অনন্ত মহারাজের বক্তব্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, “অমিত শাহকে বলুন অনন্ত মহারাজের বক্তব্য মন দিয়ে শুনতে,জগন্নাথ সরকারের বক্তব্য মন দিয়ে শুনতে। ওপার-বাংলা এপার বাংলা এক করে দেব বলেছিলেন। বিজেপি কি শোকজ নোটিস দিয়েছে? ওঁকে দল থেকে বহিষ্কার করেছে? দুজনের কারও বিরুদ্ধেই পদক্ষেপ করেনি।”
এখানে উল্লেখ্য, গত রবিবার বিজেপির মনোনীত সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ বলেছিলেন, “ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি-বাংলাদেশি। প্রধানমন্ত্রী বাংলাদেশি-পাকিস্তানি। রাজ্যপাল পাকিস্তানি-বাংলাদেশি।” এই নিয়েই বিতর্কের ঝড় উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। আজ সেই বিষয়টিকে আরও একবার হাতিয়ার করলেন তিনি।
