Abhishek Banerjee: ধর্ষণ বন্ধে এনকাউন্টারের তত্ত্ব থেকে সরলেন অভিষেক? তাহলে এবার ?

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 22, 2024 | 1:10 PM

Abhishek Banerjee: আরজি করের ঘটনার পর প্রথম অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই 'এনকাউন্টার তত্ত্ব' নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারের মতো কড়া শাস্তির বিধান হওয়া উচিত।"

Abhishek Banerjee: ধর্ষণ বন্ধে এনকাউন্টারের তত্ত্ব থেকে সরলেন অভিষেক? তাহলে এবার ?
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আরজি কর-কাণ্ড তোলপাড় করেছে গোটা দেশকে। তার মধ্যেই ধর্ষণ বন্ধে কড়া আইনের দাবি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চাশ দিনে ধর্ষকের শাস্তির দাবি ‘তৃণমূল সেনাপতির’। এই সংক্রান্ত ইস্যুতে এবার পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল সাংসদের এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেন?

আরজি করের ঘটনার পর প্রথম অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ‘এনকাউন্টার তত্ত্ব’ নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারের মতো কড়া শাস্তির বিধান হওয়া উচিত।” তবে কি  এনকাউন্টার তত্ত্ব থেকে সরে এলেন অভিষেক? উঠছে প্রশ্ন। অভিষেকও পঞ্চাশ দিনের ভিতরে ‘বিচার এবং ফাঁসির’ দাবি তুললেন। অর্থাৎ কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সায় মেলালেন বলেই মনে করা হচ্ছে।

এই খবরটিও পড়ুন

অভিষেকের এই টুইটে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এতগুলো প্রতিবাদ হচ্ছে এই নক্কারজনক ঘটনাকে নিন্দা করে। অনেকেই এই প্রতিবাদকে তৃণমূল সরকার বিরোধী বলে আখ্যা দিচ্ছিলেন। অভিষেক বলছেন, একটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই প্রতিবাদ ঘনিত হচ্ছে। এর পাশাপাশি সারা দেশে গত দশ দিনে সারা দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেছেন। তা নিন্দা যোগ্য। এ কথাও উল্লেখ করেছেন তিনি।

 

Next Article