কলকাতা: তৃণমূলের ‘সেনাপতি’ বলছেন, জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি যুক্তিসংগত। মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে এসেছেন। জুনিয়র ডাক্তারদের কাছে নিজেকে ‘বড় দিদি’ হিসেবে পরিচয় দিয়েছেন। সেই জুনিয়র ডাক্তারদের এবার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। জুনিয়র ডাক্তারদের এবার কাজে ফেরা উচিত বলে মন্তব্য করেন। অনড় থাকলে তার মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন।
গত ৯ অগস্ট আরজি কর কাণ্ডের পর থেকে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। টানা সেই আন্দোলন চলছে। ২ দিন আগেই কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি মেনে নেন। কিন্ত, তাঁদের বাকি দাবিগুলি নিয়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের একাধিক দাবিকে যুক্তিসংগত বলেছেন। একইসঙ্গে কাজে ফেরার বার্তা দিয়েছেন তিনি।
এবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য বললেন সৌগত রায়। একইসঙ্গে দিলেন হুঁশিয়ারিও। দমদমের সাংসদ বলেন, “তাঁদের কাজে ফিরে যাওয়া উচিত বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। সুপ্রিম কোর্টও একই বার্তা দিয়েছেন। এরপরও যদি তাঁরা অনড় থাকেন, তাহলে সরকার সিদ্ধান্ত নেবে।”
জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিলে তিনি বলেন, “অনড় থাকার মূল্য জুনিয়র ডাক্তারদের দিতে হবে। এতদিন সরকার প্রচণ্ড সংযম দেখিয়েছে। পুলিশ একটা জায়গায়ও বাধা দেয়নি। এবার যদি সরকার কোনও ব্যবস্থা নেয়। এখন তো একটা সময় হচ্ছে যে এটাকে শেষ করতে হবে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া রয়েছে। ওরা একটা কিছু করছে, তার তো একটা প্রতিক্রিয়া হবে কোনও জায়গায়।”
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরেই তিনি বলেন, “আমি অনেক আন্দোলন দেখেছি। এ বিরাট কোনও আন্দোলন নয়। ৬-৭ হাজার ডাক্তার কী গণ আন্দোলন করবে?”
সৌগত রায়ের হুঁশিয়ারি নিয়ে চিকিৎসক কৌশিক চাকী বলেন, “মূল্য তো আমাদের একজন বোন জীবন দিয়ে চুকিয়েছেন। সবাইকে সম্মান জানিয়েই বলছি, গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে। সিনিয়র চিকিৎসকরা প্রাণপাত করে সেবা করে চলেছেন। সেখানে অগণতান্ত্রিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে, আইনিভাবে তার ব্যবস্থা নেওয়া হবে।”