Abhishek Banerjee: এবার SIR নিয়ে বড় পদক্ষেপ অভিষেকের, কী করতে চলেছেন?
Abhishek Banerjee: ২ দিন আগে অভিষেক বলেছিলেন, "কোনও SIR হল না, আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছে বাংলা থেকে দুই কোটি ভোটার বাদ যাবে। দুই কোটি ভোটার বাদ দেওয়া তো দূর অস্ত, দু’জনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল।"

কলকাতা: বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। এবার SIR নিয়ে দলের বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগস্ট তিনি ভার্চুয়াল বৈঠক করবেন। সেই বৈঠকে দলের সমস্ত জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধানরা থাকবেন। এছাড়া বিধায়ক, পঞ্চায়েতস্তরের জনপ্রতিনিধিরাও থাকবেন ৫ অগস্টের ওই বৈঠকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এসআইআর নিয়ে কী করণীয়, তা দলের সর্বস্তরের নেতাদের বোঝাবেন অভিষেক।
বিহারের পর বাংলায় ভোটার তালিকায় সংশোধনের কাজ কমিশন শুরু করছে বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে। অগস্টেই বাংলায় এসআইআর শুরু করতে পারে কমিশন। বিহারে ভোটার তালিকা সংশোধনের পর খসড়া তালিকা থেকে ৬১ লক্ষের নাম বাদ যাচ্ছে বলে জানা গিয়েছে। বিরোধীরা এসআইআর নিয়ে সরব হয়েছে। বাংলার শাসকদলও এই নিয়ে আসরে নেমেছে। বাংলায় কোনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে তারা রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।
২ দিন আগে এই নিয়ে অভিষেক বলেন, “কোনও SIR হল না, আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছে বাংলা থেকে দুই কোটি ভোটার বাদ যাবে। দুই কোটি ভোটার বাদ দেওয়া তো দূর অস্ত, দু’জনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল।”
এবার SIR নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক। নির্বাচন কমিশন বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করলে কী করতে হবে, তা দলের নেতাদের বোঝাবেন তিনি। প্রথমে বলা হয়েছিল, ৮ অগস্ট বিকেল চারটেয় হবে ওই বৈঠক। পরে তৃণমূলের তরফে জানানো হয়, ৫ অগস্ট হবে ওই বৈঠক। সূত্রের খবর, এসআইআর শুরু হলে যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না যায়, তা নিশ্চিত করতে কী কী করতে হবে, সেটাই দলের নেতা ও জনপ্রতিনিধিদের বোঝাবেন অভিষেক।

