West Bengal Panchayat Polls: বিধি ভঙ্গ করছেন রাজ্যপাল! বোসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে কমিশনকে চিঠি বক্সির

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 04, 2023 | 12:56 AM

West Bengal Panchayat Polls: রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাও প্রত্যাশিত নয় বলে উল্লেখ করেছে তৃণমূল। কমিশন প্রসঙ্গে বোসের মন্তব্যও ভাল চোখে দেখছে না শাসক দল।

West Bengal Panchayat Polls: বিধি ভঙ্গ করছেন রাজ্যপাল! বোসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে কমিশনকে চিঠি বক্সির
ফাইল ছবি

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোটের মুখেই ফের রাজ্যপালের সঙ্গে সংঘাত শাসক শিবিরের। নিজেকে ‘গ্রাউন্ড জিরো গভর্নর’ বলে মন্তব্য করে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এখন ঘুরছেন জেলায় জেলায়। কে হিংসার শিকার, কারা ছড়াচ্ছে সন্ত্রাস? তা জানতে ময়দানে নেমেছেন তিনি নিজেই। আর ভোটের ঠিক ৫ দিন আগেই রাজ্যপালের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। নির্বাচনী বিধি মানছেন না, রাজ্য নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন, এমনই সব অভিযোগ তোলা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে।

প্রথম অভিযোগই হল, সরকারি ভবনে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল, যা আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করছে বলেই দাবি তৃণমূলের। সার্কিট হাউস বা গেস্ট হাউসে গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে অভিযোগ।

রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাও প্রত্যাশিত নয় বলে উল্লেখ করেছে তৃণমূল। কমিশন প্রসঙ্গে বোসের মন্তব্যও ভাল চোখে দেখছে না শাসক দল।

সম্প্রতি রাজ ভবনে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম, যেখানে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এই কন্ট্রোল রুম নিয়েও চিঠিতে অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল। অভিযোগ, রাজ্যপাল নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন। যেভাবে বিডিওদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করছেন, পুলিশের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন, তা ঠিক নয় বলেই অভিযোগ জানানো হয়েছে।

অন্যদিকে, সুব্রত বক্সির অভিযোগ, কমিশনের সঙ্গে কথা না বলেই বিজেপি নেতাদের সুরক্ষার জন্য কেন্দ্র তথা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

উল্লেখ্য, ভোটের আগে হাল-হকিকৎ জানতে উত্তর থেকে দক্ষিণ সফর করছেন রাজ্যপাল। আর কমিশনের ভূমিকা নিয়ে তো আগেই প্রকাশ করেছেন অসন্তোষ। তাঁর নিয়োগ করা কমিশনারের কাজে যে তিনি খুশি নন, সেটাও বুঝিয়ে দিয়েছেন বোস।

Next Article