Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুকে নিজের লেখা বই আর লাল গোলাপ পাঠালেন কুণাল, গ্রহণ করলেন মীরা ভট্টাচার্য

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Aug 11, 2023 | 7:23 PM

Kunal Ghosh: বুদ্ধবাবু বাড়ি ফেরার পর আজ তাঁর জন্য উপহার পাঠালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। লাল গোলাপের তোড়া এবং মোহন সিংয়ের রবীন্দ্র সঙ্গীতের সিডি প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য পাঠিয়েছেন কুণাল। সঙ্গে নিজের লেখা দু'টি বইও বুদ্ধবাবুকে উপহার দিয়েছেন তিনি।

Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুকে নিজের লেখা বই আর লাল গোলাপ পাঠালেন কুণাল, গ্রহণ করলেন মীরা ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্যকে উপহার কুণালের
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ১১ দিন কাটানোর পর আবার পাম এভিনিউয়ের বাড়িতে ফিরেছেন তিনি। বুদ্ধবাবু বাড়ি ফেরার পর আজ তাঁর জন্য উপহার পাঠালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। লাল গোলাপের তোড়া এবং মোহন সিংয়ের রবীন্দ্র সঙ্গীতের সিডি প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য পাঠিয়েছেন কুণাল। সঙ্গে নিজের লেখা দু’টি বইও বুদ্ধবাবুকে উপহার দিয়েছেন তিনি। পাম এভিনিউয়ের বাড়িতে পাঠানো ওই উপহার গ্রহণ করেছেন বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য।

উল্লেখ্য, বুদ্ধবাবু যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তাঁকে দেখতে অনেকে ছুটে গিয়েছিলেন হাসপাতালে। বাম নেতাদের পাশাপাশি, বিজেপির নেতারাও গিয়েছিলেন বুদ্ধবাবুকে হাসপাতালে দেখতে। আর এসবের মধ্যেই কুণাল ঘোষের একটি ফেসবুক পোস্ট ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। ‘আদিখ্যেতা’ করে ‘মহাপুরুষ’ না বানানোর অনুরোধ করেছিলেন কুণাল। যে সময় কুণাল এই পোস্ট করেছিলেন, তখনও অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যাননি। বুদ্ধবাবুকে দেখতে মমতা গিয়েছিলেন ওই পোস্টের কিছুদিন পরে। তবে বুদ্ধবাবু হাসপাতালে ভর্তি থাকাকালীন তৃণমূল মুখপাত্রর এমন পোস্ট ঘিরে কড়া সমালোচনা করেছিলেন বিরোধী দলের নেতারা।

যদিও যাবতীয় সমালোচনার জবাব আগেই দিয়েছেন কুণাল। বিরোধীদের পাল্টা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, বাকি সকলের মতো তিনিও বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করছেন। কিন্তু, রাজনৈতিক মতোবিরোধ এবং অতীতে বুদ্ধবাবুর জমানায় সিপিএমের অনেক ভুল কাজ হয়েছিল, সেই কারণেই তিনি এই মন্তব্য করেছেন। তাই বুদ্ধবাবুর সুস্থতা কামনা করলেও তিনি কেন নিজের বক্তব্যে অনঢ়, তাও বুঝিয়ে দিয়েছিলেন সাংবাদিক বৈঠকে। তবে কুণাল ঘোষের এই পোস্ট ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলিকে শাসক শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি। আর এসবের মধ্যেই এবার বুদ্ধবাবুর জন্য উপহারের ডালি সাজিয়ে পাঠালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Next Article