Mamata-Suvendu: শাহি দরবারে মমতার ফোন? আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুকে চিঠি তৃণমূলের

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Apr 19, 2023 | 6:36 PM

Mamata Banerjee: তৃণমূলের তরফে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। চিঠিতে শুভেন্দুর বক্তব্যের অংশের বাংলা ও তাঁর ইংরেজি অনুবাদ উল্লেখ করে বলা হয়েছে ওই মন্তব্য প্রত্যাহার না করলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে শুভেন্দুর বিরুদ্ধে।

Mamata-Suvendu: শাহি দরবারে মমতার ফোন? আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুকে চিঠি তৃণমূলের
গ্রাফিক্স - টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: বঙ্গ রাজনীতিতে এখন সবথেকে চর্চিত ইস্যু শাহের দুয়ারে ফোন। অভিযোগ, পাল্টা অভিযোগ। আক্রমণ, প্রতি আক্রমণ চলছে। বিতর্কের শুরু হয়েছিল মঙ্গলবার। বিস্ফোরক মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, তৃণমূল জাতীয় দলের তকমা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লিতে অমিত শাহকে (Amit Shah) ফোন করেছিলেন। দলের সর্বভারতীয় তকমা টিকিয়ে রাখার জন্য নাকি শাহি দরবারে অনুরোধ করেছিলেন মমতা। শুভেন্দুর সেই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এবার তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারীকে।

চিঠির মূল বক্তব্য হল, ‘অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন কোনও কথা কখনও হয়নি। বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্যে দলকে বদনাম করার চেষ্টা চলছে।’ চিঠিতে শুভেন্দুকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ওই মন্তব্য প্রত্যাহার করার জন্য, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বলা হয়েছে, ‘এই মিথ্যাচারের জন্য অমিত শাহও আইনি গেরোয় পড়ে যাবেন।’ শুভেন্দুকে পাঠানো ওই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও সিসি করেছেন ডেরেক ও’ব্রায়েন।

উল্লেখ্য, এদিন বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘যদি ফোন করার কথা প্রমাণ হয় তাহলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব।’ তিনি এও বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। কিন্তু আমার বিরুদ্ধে যেভাবে ভুল তথ্য় দিচ্ছে বিজেপি, তা ঠিক নয়।’

এদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরপরই শুভেন্দু একটি টুইট করেছেন। সেখানে আবার তিনি দাবি করেছেন, ল্যান্ডলাইন থেকে দিল্লিতে ফোন গিয়েছিল। আর এই সবের মধ্যেই তৃণমূলের তরফে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। চিঠিতে শুভেন্দুর বক্তব্যের অংশের বাংলা ও তাঁর ইংরেজি অনুবাদ উল্লেখ করে বলা হয়েছে ওই মন্তব্য প্রত্যাহার না করলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে শুভেন্দুর বিরুদ্ধে।

Next Article