Today Kolkata Traffic: আজ শহরে রাষ্ট্রপতি, যানজট এড়াতে জানুন ট্রাফিকের হালচাল

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 17, 2023 | 8:17 AM

Today Kolkata Traffic: এ দিন, সকাল ১০ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর রাজভবনে 'নেশামুক্ত ভারত অভিযান'-এ যোগ দেওয়ার পর গার্ডেনরিচ যাবেন।

Today Kolkata Traffic: আজ শহরে রাষ্ট্রপতি, যানজট এড়াতে জানুন ট্রাফিকের হালচাল
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার কলকাতা আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একদিনের সফরে শহরে আসছেন তিনি। আজ সকালেই নামবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে রাজভবন যাওয়ার কথা রয়েছে তাঁর। বিকেলেই আবার দিল্লি ফিরে যাবেন তিনি। তাঁর এই সফরের জন্য কলকাতার বিভিন্ন জায়গায় সকাল থেকে বিকেল পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কোথায়-কোথায়-কোথায় রাস্তা বন্ধ ও খোলা থাকবে তার একটি নির্দেশিকা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হাডকো থেকে সায়েন্স সিটি পর্যন্ত ইএম বাইপাসের একাংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে জনগণের সুবিধার্থে বিকল্প রাস্তা হিসাবে খোলা থাকবে সিআইটি রোড বা এপিসি রায় রোড থেকে এজেসি বোস রোডের দিকের রাস্তা।

অপরদিকে, মা ফ্লাইওভার এবং এজেসি বোস রোডের ফ্লাইওভারও পুলিশ নিয়ন্ত্রণ করবে। খোলা থাকবে পার্ক সার্কাস কানেক্টর এবং এজেসি বোস রোড-পার্কস্ট্রিট কিংবা শেকস্‌পীয়র সরণি। তবে দুপুর ২টো ৫০ থেকে ৩টে পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে কারণ ওই সময় এই রাস্তা ধরেই রাষ্ট্রপতি মুর্মু ফিরবেন।

এর পাশাপাশি সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ১৫ পর্যন্ত এবং বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, রেড রোড এবং আর আর অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। তবে বিকল্প রাস্তা হিসাবে এজেসি বোস রোড এবং ডিএল খান রোড থেকে সেন্ট জর্জ গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড, জওহরলাল নেহেরু রোডকে খোলা রাখা হয়েছে।

বেলা সাড়ে ১২টা থেকে ১টা ৪৫ পর্যন্ত সিজিআর রোড (পশ্চিম), সিজিআর রোড (পূর্ব), গার্ডেনরিচ রোড (পশ্চিম), গার্ডেনরিচ রোড (পূর্ব), আকরা রোড (পূর্ব) এবং এসপ্ল্যানেড র‌্যাম্পে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ডিএইচ রোড, তারাতলা রোড, সন্তোষপুর রোড, ডঃ একে রোড, মিঠাতালাব রোড এবং এজেসি র‌্যাম্প বিকল্প থাকছে।

দুপুর ২টো ৪৫ থেকে ৩টে ১৫ পর্যন্ত এজেসি র‌্যাম্প এবং খিদিরপুর র‌্যাম্প বন্ধ থাকবে। বিকল্প হবে এসপ্ল্যানেড র‌্যাম্প। বিকেল ৩টে থেকে ৩টে ৪৫ পর্যন্ত ইএম বাইপাস (উত্তর) থেকে সায়েন্স সিটি এবং হাডকো পর্যন্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে কলকাতা পুলিশের দ্বারা।

এ দিন, সকাল ১০ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর রাজভবনে ‘নেশামুক্ত ভারত অভিযান’-এ যোগ দেওয়ার পর গার্ডেনরিচ যাবেন। সেখানে নৌসেনার একটি যুদ্ধজাহাজের সূচনা করবেন। গার্ডেনরিচ থেকে আবার বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন তিনি।

Next Article