Today Weather Update: বিকেলে আসছে বৃষ্টি, জেনে নিন আপনার জেলা ভিজবে কি না

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 17, 2024 | 9:47 AM

Today Weather Update: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনে আলিপুরের তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। এ দিকে, ঠান্ডা কমলেও ঘন কুয়াশা আচ্ছন্ন বাঁকুড়া। কাল ৯ টাতেও ঘন কুয়াশায় ঢেকে থাকল শহর। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকল শহরের পুর্ব থেকে পশ্চিম।

Today Weather Update: বিকেলে আসছে বৃষ্টি, জেনে নিন আপনার জেলা ভিজবে কি না
শীতের মধ্যেই বৃষ্টি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জাঁকিয়ে যে ঠান্ডা পড়েছিল পশ্চিমী ঝঞ্ঝার জেরে আপাতত তার জাঁতাকলে পড়ে গিয়েছে শীত। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে দিনের বেলায় স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা আবহাওয়া থাকবে।

আলিপুর আবহাওয়া অফিস বলেছে, বুধবার ভিজতে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বৃষ্টি হতে পারে বিকালের দিকে। ১৮ তারিখ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ১৯ তারিখ থেকে বৃষ্টির ঝাঁঝ কিছুটা কমবে। শুক্রবার ভিজবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। তবে ২০ তারিখ থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া। বন্ধ হবে বৃষ্টি।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনে আলিপুরের তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। এ দিকে, ঠান্ডা কমলেও ঘন কুয়াশা আচ্ছন্ন বাঁকুড়া। কাল ৯ টাতেও ঘন কুয়াশায় ঢেকে থাকল শহর। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকল শহরের পুর্ব থেকে পশ্চিম। কুয়াশার ঘনত্ব এতটাই রয়েছে যে কয়েক ফুট দুরের বস্তুকেও ভালো করে দেখা যাচ্ছে না। দৃশ্যমানতা কম থাকায় প্রভাব পড়ে ট্রেন চলাচল ও সড়ক পরিবহনে। সকাল ৯ টা পর্যন্ত রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে যান বাহনকে। ট্রেন চলাচলও করেছে ধীর গতিতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রী সেলসিয়াস।

Next Article