Online Bike in Kolkata: অনলাইনে বাইক বুক করে চরম বিপাকে টেলি অভিনেত্রী, শেষমেশ করতে হল ১০০ ডায়াল
Online Bike in Kolkata: অভিনেত্রী তনুশ্রী সাহার অভিযোগ, মোবাইলে কথা বলতে বলতেই বাইক চালাতে থাকেন চালক। সেই বিষয়ে প্রতিবাদ করার পরেই অভিনেত্রীকে হেনস্থা করতে থাকেন বাইক চালক। হুমকিও দেন।
কলকাতা: আবারও কলকাতায় হেনস্থার শিকার টলি অভিনেত্রী। শুক্রবার শুটিং শেষে বাড়ি ফেরার জন্য ক্যাব বাইক বুক করেন টেলি অভিনেত্রী তনুশ্রী সাহা। অভিযোগ, টালিগঞ্জ থেকে বাইকে যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছাকাছি আসতেই আচমকা বাইক থামিয়ে দুর্ব্যবহার করেন ওই বাইক চালক। পাশাপাশি ফোন করে একাধিক একাধিক ছেলে ডেকে হেনস্থাও করেন অভিনেত্রীকে। এমনকি মারধর করার হুমকিও দেয় ওই বাইক চালক, অভিযোগ অভিনেত্রীর।
অভিনেত্রী তনুশ্রী সাহার আরও অভিযোগ, মোবাইলে কথা বলতে বলতেই বাইক চালাতে থাকেন চালক। সেই বিষয়ে প্রতিবাদ করার পরেই অভিনেত্রীকে হেনস্থা করতে থাকেন বাইক চালক। হুমকিও দেন। তৎক্ষণাৎ ওই অভিনেত্রী ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন, তড়িঘড়ি কলকাতা পুলিশের তরফে টিম এসে পৌঁছায় ঘটনাস্থলে এবং উদ্ধার করেন অভিনেত্রীকে। এই ঘটনার পরে রীতিমতো আতঙ্কে অভিনেত্রী টলি তনুশ্রী সাহা।
ঘটনার বিবরণ দিয়ে গিয়ে তনুশ্রী দেবী বলেন, “আমরা তো যখনই বাইক বুক করি তখনই ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ওরা অতিরিক্ত চায়। না দিলে ওরা আসে না। কালকেও সেটা হয়েছিল। আমি রাজি হয়েছিলাম ১৫০ টাকা এক্সট্রা দেওয়ার জন্য। যিনি এসেছিলেন ওনার ২৮ থেকে ২৯ বছর মতো বয়স হবে। শুরু থেকেই উনি ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকেন। খুবই খারাপভাবে গাড়ি চালাচ্ছিলেন। দু থেকে তিনবার তো অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি। লরির সামনেও চলে যাচ্ছিলেন। আমি বাইক থেকে পড়েও যাচ্ছিলাম। তখনই আমি প্রতিবাদ করি। তাতেই উনি খুব খারাপভাবে আমার দিকে তাকান। বলেন আমি এভাবেই চালাব।” তাঁর আরও অভিযোগ, “হঠাৎ করে যুবভারতীর কাছে একটা গলির কাছে বাইকটা দাঁড় করিয়ে বলেন তুই গাড়ি থেকে নেমে যা আমি আর যাব না। গালিগালাজ করতে থাকেন। আমাকে মারতেও আসেন। আমি কোনওমতে ওখান থেকে সরে আসতে থাকি। কিছুক্ষণের মধ্যে আরও কিছু ছেলে এসে যায়। ও ফোনে ডাকে। কাল যা পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে যে কোনও মেয়ে খুন হয়ে যেতে পারতো।”