কলকাতা: চলতি সপ্তাহের শেষে শিয়ালদহের একাধিক শাখায় বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। একদিন আগেই বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে পূর্ব রেল। সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া থেকেও। জারি হয়েছে নয়া বিবৃতি। রেলের ট্র্যাকের রক্ষানাবেক্ষণ, ওভারহেড ও সিগন্যালের কাজের জন্য আগামী ২৬ নভেম্বর রবিবার বেশ কিছু সেকশনে চলবে পাওয়ার ব্লক। সে কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে রেলের তরফে জানানো হয়েছে। এদিকে নয়া ঘোষণায় ফের যাত্রী দুর্ভোগ নিয়ে বাড়ছে উদ্বেগ। যদিও সে জন্য রেলের তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে। ট্রেন বাতিল থাকছে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খনা-গুমানি বিভাগে।
বাতিলের তালিকায় থাকছে
হাওড়া থেকে: 37315
ব্যান্ডেল থেকে: 37534, 37749
নৈহাটি থেকে: 37533
তারকেশ্বর থেকে: 37326
কাটোয়া থেকে: 37748, 03095
আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬
একইসঙ্গে বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও হচ্ছে বদল। তালিকায় থাকছে
37328 তারকেশ্বর – হাওড়া লোকাল
32234 ডানকুনি – শিয়ালদহ লোকাল
12348 রামপুরহাট – হাওড়া এক্সপ্রেস
12338 বোলপুর – হাওড়া এক্সপ্রেস
03083 কাটোয়া – হাওড়া প্যাসেঞ্জার
31151 শিয়ালদহ – বর্ধমান লোকাল
পাশাপাশি 13016 জামালপুর-হাওড়া এক্সপ্রেস, 37917 হাওড়া-কাটোয়া লোকাল, 13015 হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস এবং 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেসের সময়েও কিছু বদল থাকছে। অন্যদিকে ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ব্যান্ডেল-নৈহাটি শাখাতেও দু’টি লোকাল ট্রেন বাতিল থাকছে বলে জানা যাচ্ছে।