AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Cancelled: লাইন মেরামতি, সিগন্যালিংয়ের কাজ, আগামী সপ্তাহ থেকে এই ডিভিশনে বাতিল লোকাল-দূরপাল্লার ট্রেন

Train Cancelled: পুরীগামী একাধিক ট্রেন বাতিল থাকবে। পুরুলিয়া, আদ্রা, খড়্গপুর, টাটা গামী লোকাল ট্রেনও প্রচুর বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।

Train Cancelled: লাইন মেরামতি, সিগন্যালিংয়ের কাজ, আগামী সপ্তাহ থেকে এই ডিভিশনে বাতিল লোকাল-দূরপাল্লার ট্রেন
চক্রধরপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 12:51 PM
Share

কলকাতা: দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল। আগামী সপ্তাহ থেকে একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, দীর্ঘদিন অনেক ট্রেন বাতিল থাকবে। ওই ডিভিশনের প্রচুর লাইন মেরামতি চলবে, সঙ্গে চলবে সিগন্যালিংয়ের কাজও। পুরীগামী একাধিক ট্রেন বাতিল থাকবে। পুরুলিয়া, আদ্রা, খড়্গপুর, টাটা গামী লোকাল ট্রেনও প্রচুর বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। চরম দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা।

ক্রধরপুর ডিভিশনে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, তার কয়েকটি উল্লেখ করা হল। মোট ৬৬টি ট্রেন এই লাইনে বাতিল করা হয়েছে।

১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৮৪৫২ পুরী-এইচটিই এক্সপ্রেস বাতিল থাকবে। ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৮৪৫১ এইচটিই-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে। ১২৮৭০ হাওড়া-সিএসএমটি ১২৮৭০ ২৯ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।

১৩৪২৬ এটি-মালদহ এক্সপ্রেস ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।

২২৮৪৫ পুনে-এইচটিই এক্সপ্রেস ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।

বাতিল ট্রেনের তালিকা

কয়েক মাস আগেই মহালিমারূপ এবং রাজখরসওয়ান স্টেশনের মাঝে লাইনে কাজের জন্য বেশ কয়েকদিন ধরে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছিল। একা