Nipah Virus: ত্রিস্তরীয় সুরক্ষা, বেলেঘাটা ID তে ভর্তি নিপা সন্দেহভাজনের নমুনা গেল এন‌আইভি পুণেতে

Nipah Virus: এখনও পর্যন্ত বেলেঘাটা আইডি'তে চিকিৎসাধীন যুবকের বিপদ কাটেনি। চিকিৎসকরা জানাচ্ছেন,  জ্বরের পাশাপাশি রয়েছে শ্বাসকষ্ট। প্রতি মিনিটে ২-৪ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে।

Nipah Virus: ত্রিস্তরীয় সুরক্ষা, বেলেঘাটা ID তে ভর্তি নিপা সন্দেহভাজনের নমুনা গেল এন‌আইভি পুণেতে
নমুনা গেল পুণেতেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 12:03 PM

কলকাতা: নিপা সন্দেহভাজনের নমুনা গেল এন‌আইভি পুণে। শুকনো বরফ-সহ ত্রিস্তরীয় সুরক্ষায় এই নমুনা পাঠানো হয়েছে। এন‌আইভি’র নির্দেশিকা মেনেই ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া অর্থাৎ ভিটিএম বক্সে চার ধরনের নমুনা পাঠানো হয়েছে। নাক, গলার রসের পাশাপাশি মূত্র ও রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এন‌আইভি পুণের রিপোর্টের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য ভবন।

এখনও পর্যন্ত বেলেঘাটা আইডি’তে চিকিৎসাধীন যুবকের বিপদ কাটেনি। চিকিৎসকরা জানাচ্ছেন,  জ্বরের পাশাপাশি রয়েছে শ্বাসকষ্ট। প্রতি মিনিটে ২-৪ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। এই যুবকেরই নমুনা সংগ্রহ করে পুণেতে পাঠানো হয়েছে। এই যুবক আদৌ নিপা পজেটিভ কিনা, সেটাই জানতে চান স্বাস্থ্য অধিকর্তারা। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরে দেখাতে আসেন এই যুবক। কেরল ফেরত এই যুবক আদতে পূর্ব বর্ধমানের বাসিন্দা। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক। কর্মসূত্রেই কেরলে থাকতেন। গত কয়েকদিন ধরে তিনি অজানা জ্বরে আক্রান্ত। দেখাতে যান ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কেরলে ইতিমধ্যেই ৬ জন নিপা আক্রান্তের খোঁজ মিলেছে। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে কেরল থেকে ফেরার পর এই যুবকও নিপা আক্রান্ত কিনা, সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্বাস্থ্য কর্তারা।  যদি তাঁর রিপোর্ট পজেটিভ হয়, তাহলে কেরল ছেড়ে নিপার সংক্রমণ এবার কলকাতাতেও। যদিও রিপোর্ট না আসা পর্যন্ত এখনও কিছু বলতে নারাজ চিকিৎসকরা।