কলকাতা: লক্ষ্য ব্রিগেডের ‘জনগর্জন’। বৃহস্পতিবার থেকেই প্রচারে ঝাঁঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে ৫০০টির বেশি প্রচারসভা করবে তারা। এই সভাগুলি থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে কামান দাগবেন ৭০ জন বক্তা। সূত্রের খবর, এই বক্তাদের তালিকা চূড়ান্ত করেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালি, একের পর এক ইস্যুতে কোণঠাসা শাসক দল এখন ব্রিগেড সমাবেশ সফল করতে ঝাঁপাচ্ছে। ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড-সভা। ১০ লক্ষ জমায়েতের লক্ষ্য ধরে প্রচারের রূপরেখা সাজাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
সাংসদ, কাউন্সিলর, দলের মুখপাত্র-সহ একাধিক মুখ রয়েছে প্রচার সভার বক্তার তালিকায়। রাজ্যের বাইরে ও ভিন রাজ্যে যেখানে তৃণমূলের সংগঠন রয়েছে সেখানেও প্রচার সভা, কর্মিসভা, পদযাত্রা হবে। ব্রিগেডের লক্ষ্যে রাজ্যজুড়ে প্রচারের জন্য মোট ৬০ লক্ষ পোস্টার ছাপানো হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।
সম্প্রতি এই ‘জনগর্জন’ প্রসঙ্গে অভিষেক বলেন, “দু’ বছর ধরে কেন্দ্র বাংলার প্রতি লাঞ্ছনা, অত্যাচার, বঞ্চনা করেছে। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা গায়ের জোরে প্রায় বন্ধ রেখেছে। তার প্রতিবাদে তৃণমূলের তরফে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। বাংলার গর্জন কী তার ট্রেলার বহিরাগত আর বাংলা বিরোধীরা ১০ মার্চ কলকাতায় দেখবে।” অভিষেক জানান, সিনেমাটা ভোটে মানুষই দেখাবেন।