কলকাতা: ব্রিটেন থেকে কলকাতা ফেরত মোট চারজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। শনিবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, ব্রিটেন থেকে কলকাতায় আগত যাত্রীদের মধ্যে মোট পাঁচজনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলেছিল। এর মধ্যে একজনের দেহে ব্রিটেনের উদ্ধার হওয়া স্ট্রেনও মিলেছে। বাকি চারজনের দেহে সেই স্ট্রেন রয়েছে কি না তা জানতে আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হয়েছে।
এর আগে কলকাতা মেডিকেল কলেজের এক কর্তার ছেলে কোভিড-১৯ পজিটিভ হন। গত ২০ ডিসেম্বর বিমানে ব্রিটেন থেকে কলকাতায় ফেরেন তিনি। তাঁর দেহে করোনার নতুন স্ট্রেন রয়েছে কি না তা জানতে এনআইবিএমজি’র দ্বারস্থ হয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর। সেই রিপোর্টে দেখা যায়, ওই যুবকের শরীরে ব্রিটেনের স্ট্রেন বর্তমান।
আরও পড়ুন: আজ বাংলার তিন জায়গায় করোনা ভ্যাকসিনের ড্রাই রান
এরপরই ওই বিমানের ২২২ জন যাত্রীর বিস্তারিত তথ্য সংগ্রহ করা শুরু করে স্বাস্থ্য দফতর। সিদ্ধান্ত হয় সকলের করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে শুক্রবার দুপুরেই একজনের রিপোর্ট সামনে আসে। তিনি হুগলির বাসিন্দা। পরে কলকাতার বাসিন্দা আরও তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। চারজনকেই বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। এঁদের শরীরে করোনার নয়া স্ট্রেন রয়েছে কি না তা জানতে শনিবারই এনআইবিএমজি’তে জিনোম সিকোয়েন্সের জন্য নমুনা পাঠানো হচ্ছে।
গত ডিসেম্বরের হু হু করে ব্রিটেনে সংক্রমণ বাড়তে শুরু করেছিল। এরপরই দেখা যায়, এই সংক্রমণের বাড়বাড়ন্ত আসলে করোনার নয়া স্ট্রেনের কারণে। যা আগের থেকে ৭০ শতাংশ দ্রুত ছড়াতে পারে। এরপর ধীরে ধীরে সেই স্ট্রেন বিভিন্ন দেশে ডালপালা বিস্তার করতে শুরু করে। এখনও অবধি ভারতে ২৯ জনের শরীরে এই ‘সুপার স্প্রেডার’-এর অস্তিত্ব পাওয়া গিয়েছে।