UGC Net Exam: পরীক্ষার ‘সিট’ পড়েছে, অথচ জানেই না কলেজ! বজবজে ধুন্ধুমার

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 28, 2023 | 10:31 PM

UGC Net: বজবজের ওই বেসরকারি কলেজে ইউজিসি নেট পরীক্ষার সিট পড়েছিল। সেই মতোই এদিন সকাল থেকে ছাত্রছাত্রীরা কলেজের সামনে এসে জমায়েত হতে থাকেন পরীক্ষা দেওয়ার জন্য।

UGC Net Exam: পরীক্ষার সিট পড়েছে, অথচ জানেই না কলেজ! বজবজে ধুন্ধুমার
বিক্ষোভ পরীক্ষার্থীদের

Follow Us

বজবজ : পরীক্ষা কেন্দ্র নিয়ে বিভ্রাট চরমে। পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারলেন, সংশ্লিষ্ট কলেজের কাছে পরীক্ষার ব্যাপারে কোনও তথ্যই নেই। কোনও মেল আসেনি। ফলে পরীক্ষা নিয়ে রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বজবজে। মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে এসে বিভ্রান্তিতে পড়েন ছাত্রছাত্রীরা। এদিন ইউজিসি নেট (UGC Net) পরীক্ষা হওয়ার কথা ছিল। কলেজের গেটেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

বজবজের ওই বেসরকারি কলেজে ইউজিসি নেট পরীক্ষার সিট পড়েছিল। সেই মতোই এদিন সকাল থেকে ছাত্রছাত্রীরা কলেজের সামনে এসে জমায়েত হতে থাকেন পরীক্ষা দেওয়ার জন্য। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজের পক্ষ থেকে তাঁদের জানানো হয় পরীক্ষার সিট পড়ার কোনও রকম মেল আসেনি কলেজের কাছে। এই নিয়েই বচসা শুরু হয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রছাত্রীদের।

তাঁদের আরও অভিযোগ, সেই বচসা চলাকালীন এক ছাত্র ভিডিয়ো করতে গেলে তাঁর ফোন কেড়ে নেওয়া হয় এবং আরও একজন ছাত্রকে মারধর করা হয়। কলেজ কর্তৃপক্ষের লোকজনের বিরুদ্ধেই অভিযোগ তোলেন তাঁরা। এদিন সকাল ৯ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৯ টা বেজে গেলেও পরীক্ষা শুরু না হওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষার্থীরা। খবর দেওয়া হয় বজবজ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সামনেই কলেজের গেটে অ্যাডমিট হাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা।

কলেজ কর্তৃপক্ষের দাবি, সঠিক তথ্য না থাকায় প্রথমে পড়ুয়াদের জন্য গেট খোলা হয়নি। তা সত্ত্বেও অধ্যাপকদের গাড়ির সঙ্গে সঙ্গে কয়েকজন ভিতরে প্রবেশ করেন বলে দাবি। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় কলেজের তরফে। এরপর সকাল সাড়ে ৯ টায় পরীক্ষা শুরু হয়। যে সময় পরীক্ষা শুরু হয়, সেই সময় থেকে তিন ঘণ্টা সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের।

Next Article