Amit Shah: গোটা বিশ্বের কাছে রামমন্দিরের বার্তা পৌঁছে দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার: অমিত শাহ

Anjan Roy | Edited By: Soumya Saha

Oct 16, 2023 | 5:40 PM

Amit Shah in Kolkata: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন অমিত শাহ। এবার সেখানে দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। অযোধ্যার রাম মন্দিরের এখনও উদ্বোধন হয়নি। তবে তার আগেই আজ কলকাতার 'রাম মন্দিরের' উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah: গোটা বিশ্বের কাছে রামমন্দিরের বার্তা পৌঁছে দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার: অমিত শাহ
লেবুতলা পার্কের পুজোর উদ্বোধনে অমিত শাহ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ঝটিকা সফরে কলকাতার দুর্গাপুজোর (Durga Puja 2023) উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এরপর সেখান থেকে সোজা লেবুতলা পার্কে। সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজোর উদ্বোধন করলেন তিনি। এবার সেখানে দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। অযোধ্যার রামমন্দিরের এখনও উদ্বোধন হয়নি। তবে তার আগেই আজ কলকাতার ‘রামমন্দিরের’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বললেন, “আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য।”

দ্বিতীয়ার সন্ধেয় আলোয় আলোয় ভরে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দির। মণ্ডপসজ্জা দেখে অভিভূত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। পুজোর উদ্যোক্তাদেরও প্রশংসা করেলন শাহ। বললেন, “রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে।”

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ

দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। শারদ-আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পুজোর উদ্বোধনে এসে বললেন, “এই ৯ দিন পশ্চিমবঙ্গের জন্য দীপাবলির থেকেও বড় উৎসব। গোটা বাংলায় মণ্ডপে মণ্ডপে দেবীর পুজো হয়। শক্তির আরাধনা হয়।”

আজ পুজোর উদ্বোধনে এসে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চান না অমিত শাহ। বললেন, “পশ্চিমবঙ্গে আমি আসব। রাজনীতির কথাও বলব। কিন্তু আজ নয়। জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করা হবে। তার আগেই আজ উত্তর কলকাতার মণ্ডপে রামমন্দিরের উদ্বোধন করে ফেলেছেন কলকাতাবাসী। এর জন্য আমি তাঁদের অভিনন্দন জানাচ্ছি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, আজ মণ্ডপে দেবীর কাছে বঙ্গবাসীর জন্য তথা আপামর দেশবাসীর জন্য প্রার্থনা করবেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেবী দুর্গা যাতে সকলকে শক্তি দেন, সেই প্রার্থনাও করবেন তিনি।

Next Article