Santosh Mitra Square: বিশেষ বিমানে উড়ে আসছেন শাহ, সন্তোষ মিত্র স্কোয়ারে কতক্ষণ থাকবেন?

Anjan Roy | Edited By: Soumya Saha

Oct 13, 2023 | 4:06 PM

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরসূচি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মাত্র ২ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন তিনি। পুজোর উদ্বোধন করেই আবার ফিরে যাবেন। কখন আসবেন তিনি কলকাতায়? সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে কখন যাবেন? কতক্ষণ সময় কাটাবেন সেখানে?

Santosh Mitra Square: বিশেষ বিমানে উড়ে আসছেন শাহ, সন্তোষ মিত্র স্কোয়ারে কতক্ষণ থাকবেন?
দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজোর উদ্বোধনে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দ্বিতীয়ায় অমিত শাহর হাত ধরে উদ্বোধন হবে সন্তোষ মিত্র স্কোয়ারের ‘রাম মন্দিরের’ (Ram Mandir)। বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যেও কলকাতার পুজো (Durga Puja 2023) উদ্বোধনের জন্য সময় বের করে নিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরসূচি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মাত্র ২ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন তিনি। পুজোর উদ্বোধন করেই আবার ফিরে যাবেন।

কখন আসবেন তিনি কলকাতায়? সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে কখন যাবেন? কতক্ষণ সময় কাটাবেন সেখানে? এই নিয়ে আমজনতার মধ্যে কৌতুহল তুঙ্গে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যা সফরসূচি রয়েছে, তাতে সোমবার দুপুর ৩টে ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। ছত্তীসগঢ়ের রায়পুর থেকে বিশেষ বিমানে শহরে আসছেন তিনি।

বিমানবন্দর থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে চেপে তিনি চলে আসবেন শিয়ালদহে আইআরসিটিসির হেলিপ্যাডে। তারপর সেখান থেকে সড়কপথে দুপুর ৩টে ৫৫ মিনিট নাগাদ তিনি পৌঁছে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলে। সন্তোষ মিত্র স্কোয়ারের ‘রাম মন্দির’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ মিনিট থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৪টে ৪৫ মিনিটে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল থেকে বেরবেন তিনি। এরপর আবার আইআরসিটিসির হেলিপ্যাড হয়ে পৌঁছে যাবেন কলকাতা বিমানবন্দরে। বিকেল ৫টা ২০ মিনিটে বিশেষ বিমানে চেপে তিনি আবার উড়ে যাবেন দিল্লির উদ্দেশে।

শুধু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনের জন্যই সোমবার কলকাতায় আসছেন তিনি। কলকাতায় শাহর সফরসূচিতে এখনও পর্যন্ত শুধু এই একটিই কর্মসূচি থাকছে। প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারের এই দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক কলকাতা পুরনিগমের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। গতবছর এখানে লালকেল্লার আদলে পুজোর মণ্ডপ বানানো হয়েছিল। প্রচুর ভিড়ও টেনেছিল সেই মণ্ডপ। ভিড় সামলাতে লাইট অ্যান্ড সাউন্ড শো কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়েছিল পুজোর উদ্যোক্তাদের। এবার সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে।

Next Article