কলকাতা: মাসির বাড়িতে পুজো উপলক্ষে এসেছিলেন এক যুবক। আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। শুক্রবার সকালে একটি খালে তাঁর দেহ ভেসে ওঠে। প্রগতি ময়দান থানার খানাবেড়িয়ার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। খানাবেড়িয়ায় মাসির বাড়ি বেড়াতে এসেছিলেন বিশ্বজিৎ মণ্ডল (১৮)। মাসির বাড়িতে পুজো উপলক্ষে বেড়াতে এসেছিলেন তিনি।
অভিযোগ, ৯ জানুয়ারি রাতে এলাকায় এক মেলাতে যান তিনি। অনেক রাত অবধি সেখানে ছিলেন। কয়েকজনের সঙ্গে সেখানে ঝামেলাও হয় বিশ্বজিতের। তারপর থেকে বিশ্বজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই পরিবারের লোকজন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানায়। তল্লাশি চালালেও মেলেনি খোঁজ।
অভিযোগ, আজ সকালে স্থানীয়রা দেখেন এলাকারই একটি খালে বিশ্বজিতের দেহ ভাসছে। পুলিশ দেহটি উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিশ্বজিতের বাড়ি পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে। চারদিন ধরে উদ্বেগে ছিল পরিবার। এদিন দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন বাড়ির সদস্যরা।