কলকাতা: তিলোত্তমার ধর্ষণ-খুনকাণ্ডে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যখন তিনি আরজি করে ‘স্বমহিমা’য়, তাঁর আচরণ ছিল ভয়ঙ্কর। অভিযোগ, এতটাই বেপরোয়া ছিলেন, যেন হাতে গলা কাটেন! সন্দীপ ঘোষের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি।
তবে জানা গিয়েছে, সে সময় প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। তাঁর পদত্যাগের দাবিতে ডাক্তারি পড়ুয়ারা আন্দোলন করছিলেন। প্রিন্সিপালের রুমের সামনে শুয়ে, বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্ররা। ঘর থেকে মেজাজে বেরিয়ে আসেন সন্দীপ।
তাঁর চেম্বারের দরজায় আন্দোলনকারীদের সাঁটানো পোস্টার ছিঁড়ে তা মুড়িয়ে ছুড়ে মারেন সামনে থাকা আন্দোলনকারীদের দিকে। জানা গিয়েছে, ভিডিয়োটি ২০২২ সালের। আরজি কর মেডিক্যালে তহবিল নয়ছয়ের অভিযোগ ওঠে সে সময়। তারই প্রতিবাদে চলছিল আন্দোলন। দাবি ওঠে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের। এরপরই এই কাণ্ড ঘটান।
অথচ সেই দুর্নীতির অভিযোগকে সামনে রেখেই সিবিআইয়ের হাতে প্রথমে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। পরে তিলোত্তমা ধর্ষণ-খুন মামলায় গ্রেফতারি। শুধু তাই নয় আঙুল তুলে শাসাতেও দেখা যায় সন্দীপকে। একজন প্রিন্সিপালের এ হেন ডোন্ট কেয়ার মনোভাবে বিস্মিত অনেক চিকিৎসকই।