Murshidabad Unrest: ‘বাংলায় আফস্পা চাই’, অমিত শাহকে চিঠি লিখলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ
Murshidabad Unrest: মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। নিয়েছেন যাবতীয় আপডেট।

কলকাতা: শনিবার রাতেও নতুন করে মুর্শিদাবাদের নানা প্রান্তে অশান্তির ছবি দেখা গিয়েছে। শনিবার সন্ধ্যাতেই আবার মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পৌঁছে গিয়েছেন বিএসএফের বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল করণি সিং। এরমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে বাংলায় আফস্পার দাবি জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন।
প্রসঙ্গত, হিংসাদীর্ণ এলাকাগুলিতে আগেই থেকেই নজরদারি চালাচ্ছিল পুলিশ। মাঠে নেমেছিল সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরাও। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাতে মুর্শিদাবাদে নেমেছে আধাসেনা। রাতভর চলেছে টহল। শনিবার রাতেও নতুন করে সামশেরগঞ্জের নানা প্রান্তে অশান্তির খবর এসেছে। বিএসএফের গাড়িxও জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এই সামশেরগঞ্জেই আবার বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর অব্যাহত রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। নিয়েছেন যাবতীয় আপডেট। এই আবহে এবার AFSA চেয়ে কেন্দ্রের দ্বারস্থ জ্যোতির্ময়।
🔴 Bengal Burning. Hindus Bleeding. Murshidabad, Malda, Nadia, South 24 Parganas—Hindus attacked, homes looted, lives lost. TMC’s appeasement has failed law & order. Like Kashmiri Pandits once, Bengali Hindus are being hunted.
📢 I urge @AmitShah ji to impose AFSPA under Sec 3… pic.twitter.com/7OCyOl3G4O
— Jyotirmay Singh Mahato (Modi Ka Parivar) (@JyotirmayBJP) April 13, 2025





