Madhyamik: মাধ্যমিকের এতগুলো খাতায় যোগে ভুল হয় কী করে? পরীক্ষকদের সতর্ক করল পর্ষদ

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Jul 01, 2024 | 4:18 PM

Madhyamik: গত শুক্রবার সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, মাধ্যমিকের খাতায় ১২ হাজার ভুল। ১২ হাজার ৪৬৮টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল দেখা গিয়েছে এবার। স্ক্রুটিনিতে ২২ নম্বর পর্যন্তও বেড়েছে পরীক্ষার্থীর। 

Madhyamik: মাধ্যমিকের এতগুলো খাতায় যোগে ভুল হয় কী করে? পরীক্ষকদের সতর্ক করল পর্ষদ
মধ্যশিক্ষা পর্ষদ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার খাতায় অজস্র ভুল। পরীক্ষকদের সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের মূল্যায়ণে উত্তরপত্রে নম্বর যোগে ভুল। ১২ হাজার উত্তরপত্রের নম্বরে গরমিল। পরীক্ষকদের সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ।

সম্প্রতি মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি রিপোর্ট সামনে আসে। তাতেই জানা যায়, যোগে ভুল করেছেন শিক্ষকরা। এই ভুলের জন্য কারও ২২ নম্বর পর্যন্ত বেড়েছে। এমসিকিউ অংশ যোগ করতেই কোথাও ভুলে যাওয়ার অভিযোগও রয়েছে।

এবছরের মাধ্যমিকে ৬৩ লক্ষ খাতার মধ্যে ১২ হাজার খাতায় ভুল ধরা পড়েছে। তার জেরে মেধাতালিকায় বদল হয়েছে। স্বভাবতই এই ঘটনায় শিক্ষকদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদ এবার শিক্ষকদের সতর্ক করেছে।

দায়িত্বে অবহেলা কোনওভাবেই মেনে নেওয়া হবে না, বুঝিয়ে দিয়েছে পর্ষদ। মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় কীভাবে নম্বর যোগ করতে শিক্ষকরা ভুলে গেলেন, তা নিয়ে সবমহলই প্রশ্ন তুলছে। সূত্রের খবর, পর্ষদের তরফে ডেকে পাঠানো হয়েছে বেশ কয়েকজন শিক্ষককে। কীভাবে এটা হল জানতে চাওয়া হয়েছে, সতর্কও করা হয়েছে বলে খবর।

গত শুক্রবার সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, মাধ্যমিকের খাতায় ১২ হাজার ভুল। ১২ হাজার ৪৬৮টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল দেখা গিয়েছে এবার। স্ক্রুটিনিতে ২২ নম্বর পর্যন্তও বেড়েছে পরীক্ষার্থীর।

Next Article