Text Book Piracy: বইপাড়ায় বেআইনিভাবে বিকোচ্ছে পাঠ্যবই! TV9 বাংলায় খবর প্রকাশিত হতেই পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Jul 01, 2024 | 7:53 PM

Text Book Piracy: সংসদের তরফে অভিযোগপত্রে জানানো হয়েছে, কলেজ স্ট্রিটের বই বাজারে বেআইনিভাবে ৫০০ টাকার বিনিময়ে পাঠ্যপুস্তক বিক্রি হচ্ছে। পাঠ্যপুস্তক এভাবে খোলা বাজারে বিক্রির জন্য কোনও অনুমোদন দেওয়া হয়নি বলেও অভিযোগপত্রে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Text Book Piracy: বইপাড়ায় বেআইনিভাবে বিকোচ্ছে পাঠ্যবই! TV9 বাংলায় খবর প্রকাশিত হতেই পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
খোলাবাজারে পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগে পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: যে সরকারি পাঠ্যপুস্তক স্কুলে স্কুলে বিনামূল্যে দেওয়া হয় পড়ুয়াদের, সেই পাঠ্যপুস্তকই চড়া দামে বিক্রি হচ্ছে খোলাবাজারে। টিভি নাইন বাংলায় সোমবার সকালে এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সংসদের তরফে অভিযোগপত্রে জানানো হয়েছে, কলেজ স্ট্রিটের বই বাজারে বেআইনিভাবে ৫০০ টাকার বিনিময়ে পাঠ্যপুস্তক বিক্রি হচ্ছে। পাঠ্যপুস্তক এভাবে খোলা বাজারে বিক্রির জন্য কোনও অনুমোদন দেওয়া হয়নি বলেও অভিযোগপত্রে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

টিভি নাইন বাংলায় এই খবর প্রকাশিত হওয়ার পরই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি আশ্বস্ত করেছিলেন, পুলিশের কাছে বিষয়টি জানানো হবে। তিনি বলেছিলেন, ‘সরাসরি সরস্বতী প্রেসে ছাপা বই বাইরে বিক্রি হওয়া খুব কঠিন। সেটা আমাকে খোঁজ নিতে হবে।’ তাঁর সন্দেহ ছিল, পিডিএফ থেকে প্রিন্ট আউট নিয়ে সেটাকে বাঁধিয়ে কলেজ স্ট্রিটে বিক্রি হচ্ছে বলে। যে অভিযোগ উঠে আসছে তা অন্যায় বলেও জানিয়েছিলেন তিনি।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও আশ্বস্ত করে জানিয়েছিলেন, তিনি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবেন। এসবের মধ্যেই সোমবার বিকেলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হল বেআইনিভাবে পাঠ্যপুস্তক বিক্রি নিয়ে।

টিভি নাইন বাংলায় সোমবার সকালেই এই বেআইনি কারবারের খবর প্রকাশিত হয়েছে। টিভি নাইন বাংলার স্টিং অপারেশনে উঠে এসেছে, যে বই স্কুল থেকে বিনামূল্যে পাওয়ার কথা পড়ুয়াদের, সেই বই-ই ৫০০ টাকা দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে।

 

Next Article