AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Sandeshkhali: ‘সন্দেশখালিতে শান্তি না ফেরালে ১৪৪ ধারা ভাঙব’, রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় শুভেন্দুর

Suvendu on Sandeshkhali: এদিন রাজ্যপালকে আল্টিমেটাম দিয়ে শুভেন্দু বলেন, “আমরা রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি শান্তি ফিরিয়ে না আনা হয় তাহলে সোমবার ১৪৪ ভাঙব। কত ক্ষমতা আছে আমাদের গ্রেফতার করুন। কত ক্ষমতা আছে আমরা দেখতে চাই।”

Suvendu on Sandeshkhali: 'সন্দেশখালিতে শান্তি না ফেরালে ১৪৪ ধারা ভাঙব', রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় শুভেন্দুর
তপ্ত রাজনৈতিক মহল Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 10, 2024 | 1:51 PM
Share

কলকাতা: খোঁজ নেই শাহজাহানের। শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালি। জ্বলছে পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি। রোজই আসছে বিস্ফোরক অভিযোগ। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা এলাকা। এরইমধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ ইন্টারনেট। এবার সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে আন্দোলনের তেজ আরও বাড়াতে চাইছে পদ্ম শিবির। এদিন দুপুরেই মিছিল করে সোজা রাজভবন চলে যান বিজেপি বিধায়কেরা। নেতৃত্বে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটাই দাবি, অনেক হয়েছে, এবার হস্তক্ষেপ করতে হবে রাজ্যপালকে। দিয়ে দিলেন আল্টিমেটাম।

এদিকে এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, “জনগণের মানবাধিকারকে, জনগণের রোষকে কোনওভাবেই পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা পথে নামতে চলেছে। ভারতীয় জনতা পার্টির বিধায়করা সোমবার বিধানসভায় জড়ো হয়ে ১৪৪ ভাঙার জন্য সন্দেশখালি যাব।”

এখানেই না থেমে একেবারে আল্টিমেটাম দিয়ে বলেন, “আমরা রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি শান্তি ফিরিয়ে না আনা হয় তাহলে সোমবার ১৪৪ ভাঙব। কত ক্ষমতা আছে আমাদের গ্রেফতার করুন। কত ক্ষমতা আছে আমরা দেখতে চাই।” এদিনই ১৪৪ ধারার গেজেট নোটিফিকেশন রাজভবনের সামনেই পোড়াতে দেখা যায় বিজেপি বিধায়কদের। প্রসঙ্গত, সন্দেশখালি ১ এবং ২ এলাকা জুড়ে মোট ১৬ টি পঞ্চায়েত জুড়ে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে খবর। যা নিয়েও চলছে চাপানউতোর। এই সন্দেশখালিতেই একদিন আগে খবর করতে গিয়ে মার খেতে হয়েছিল টিভি-৯ বাংলার প্রতিনিধিদের। যা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। নিন্দা করেছিল তৃণমূলও।