কলকাতা: প্রশ্ন ছিল বুধবারই কি বঙ্গোপসাগরে জন্ম হবে নিম্নচাপের? অবশেষে মিলল উত্তর। বহু প্রতীক্ষিত নিম্নচাপের জন্ম হল বঙ্গোপসাগরে। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। কিন্তু চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবারই গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। তারপরও আরও শক্তি বাড়াতে সেটি। শুরুতে উত্তরপূর্ব অভিমুখে এগোবে নিম্নচাপ। এই অভিমুখে এগোলে গন্তব্য হবে বাংলাদেশ-মায়ানমার। যদিও, চূড়ান্ত গন্তব্য এখনও স্পষ্ট করা হয়নি।
এ দিকে, নিম্নচাপের জন্ম হলেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখনও নেই। তবে নিম্নচাপের প্রভাবে শনিবার পূর্ব মেদিনীপুর সহ তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিন আবার ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে আট কেন্দ্রে। তার মধ্যে তমলুক, কাঁথি, মেদিনীপুর রয়েছে। ফলে ঝড়-বৃষ্টি নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন। আর আজ বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)। বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সিইও। সংশ্লিষ্ট কেন্দ্রের জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।