Latest Weather News: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বভাস, এই ৯ জেলায় জারি হলুদ সতর্কতা, চট জলদি জেনে নিন আবহাওয়ার আপডেট

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 25, 2024 | 9:00 AM

Latest Weather News: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরেই নিম্নচাপ। সেই কারণেই এই বৃষ্টি। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হবে বিক্ষিপ্তভাবে।বুধবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

Latest Weather News: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বভাস, এই ৯ জেলায় জারি হলুদ সতর্কতা, চট জলদি জেনে নিন আবহাওয়ার আপডেট
কী বলছে আবহাওয়া দফতর
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: সকাল থেকে মুখ ভার আকাশের। লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই হাজির নিম্নচাপ। আর তার জেরে বৃষ্টি। যদিও, শহরাঞ্চলে ভ্যাপসা গরমের থেকে বৃষ্টি রেহাই দিলেও গ্রাম বাংলার বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে সে কথা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরেই নিম্নচাপ। সেই কারণেই এই বৃষ্টি। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হবে বিক্ষিপ্তভাবে।বুধবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। অপরদিকে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। এ দিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

তবে আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে জল ছাড়তে পারে ডিভিসি। আর ডিভিসি জল ছাড়লে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলেই মনে করা হচ্ছে।

 

Next Article