Weather: ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে এবার নিম্নচাপ, গণেশ চতুর্থীর সন্ধ্যায় কি দুর্যোগের পূর্বাভাস?

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Sep 19, 2023 | 10:45 AM

Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সরে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় বিস্তৃতি লাভ করেছে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা। ওড়িশা সংলগ্ন উপকূলে নিম্নচাপের প্রভাব বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather: ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে এবার নিম্নচাপ, গণেশ চতুর্থীর সন্ধ্যায় কি দুর্যোগের পূর্বাভাস?
মেঘাচ্ছন্ন আকাশ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। আগামিকাল অর্থাৎ বুধবারের মধ্যেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদে বেশি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুর, মালদহেও।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সরে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় বিস্তৃতি লাভ করেছে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা। ওড়িশা সংলগ্ন উপকূলে নিম্নচাপের প্রভাব বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার পর্যন্ত অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। মঙ্গল ও বুধবার তাপমাত্রা ফের কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। তারপরও দু’ তিনদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই এক পশলা ভারী বেশি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।

বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। মৌসুমী অক্ষরেখাটি জয়সলমির আজমেঢ় শিবপুরী অম্বিকাপুর ঝার্সুগুদার পর ওড়িশার পুরীর উপর দিয়ে বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের পর্যন্ত বিস্তৃত। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে।

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে, ফলে তাপমাত্রা নামবে কিছুটা। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ।

সুস্পষ্ট নিম্নচাপ রাজস্থানে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ রাজস্থান ও সংলগ্ন গুজরাটের উপর অবস্থান করছে। এটি ক্রমশ গুজরাটের দিকে আরও এগিয়ে যাবে। রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।

Next Article