Weather Update: সকাল থেকেই মুখ ভার আকাশের, আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Kolkata Weather Update: আজ একদম ভোর থেকেই মুখ ভার ছিল আকাশের। সকাল সাড়ে ছ'টা নাগাদ সূর্যের আলো দেখা দিলেও মেঘলা ভাব কাটেনি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই।
কলকাতা: অসহ্য গরমে স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির (storm) কথা জানিয়েছিল তারা। সেই পূর্বাভাসকেই সত্যি করে সোমবার বিকেলে নেমেছে ঝড়-বৃষ্টি। যার জেরে সকালের অস্বস্তিকর গরম থেকে মিলেছে মুক্তি। মঙ্গলবারের পর বুধবারও ঝড়-বৃষ্টির কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Update)।
আজ একদম ভোর থেকেই মুখ ভার ছিল আকাশের। সকাল সাড়ে ছ’টা নাগাদ সূর্যের আলো দেখা দিলেও মেঘলা ভাব কাটেনি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সামান্য কমছে। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্যজুড়ে। সঙ্গে কালবৈশাখীর ঝড়ো হাওয়াও চলবে।
অপরদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে, গতকালের ঝড়বৃষ্টির জেরে ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ হয়ে যায় তারকেশ্বর-আরামবাগ-গোঘাটের ট্রেন চলাচল। মঙ্গলবার বিকালে কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা। শুধু আরামবাগ নয়, পূর্ব বর্ধমানের বিদ্যুৎ পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। গভীররাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।