Weather Update Today: ‘এগিয়ে বাংলা’, দিল্লি-রাজস্থানকে বলে-বলে দিল ‘গোল’

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 17, 2024 | 11:32 AM

Weather Update Today: এ দিকে, বাংলার এই অবস্থা দেখে মনে হচ্ছে প্রকৃতির ময়দানে চলছে অন্য 'রেস'। বাংলা এগিয়ে গিয়েছে। পিছিয়েছে দিল্লি। এ বার দিল্লির আগেই ৪০ ডিগ্রি ছোঁয়ার পথে কলকাতা। এখনও পর্যন্ত গরমের দাপট বাড়েনি দিল্লি-রাজস্থানে।

Weather Update Today: এগিয়ে বাংলা, দিল্লি-রাজস্থানকে বলে-বলে দিল গোল
গরমে হাঁসফাঁস অবস্থা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: পয়লা বৈশাখের পর থেকে চড়চড় করে বেড়েছে গরম। দহনের জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গে। একদিকে উত্তরবঙ্গে যখন ঝড়-শিলাবৃষ্টি হচ্ছে সেই সময় গরমের দাপটে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলির অবস্থা আরও খারাপ। ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রা বলছে হাওয়া অফিস।

এ দিকে, বাংলার এই অবস্থা দেখে মনে হচ্ছে প্রকৃতির ময়দানে চলছে অন্য ‘রেস’। বাংলা এগিয়ে গিয়েছে। পিছিয়েছে দিল্লি। এ বার দিল্লির আগেই ৪০ ডিগ্রি ছোঁয়ার পথে কলকাতা। এখনও পর্যন্ত গরমের দাপট বাড়েনি দিল্লি-রাজস্থানে। গতকাল জয়সলমেরের তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৪২.৮ ডিগ্রির গরমে পুড়েছে বাংলার পানাগড়।

মঙ্গলবার দিল্লির তাপমাত্রা ছিল মাত্র ৩৫.৮ ডিগ্রি। কলকাতার পারদ ৩৯.৪ ডিগ্রিতে পৌঁছেছে। দ্রুত ৪০ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা। ৪৪ ডিগ্রির গরম সইতে হতে পারে পশ্চিমাঞ্চলকে।দহন থেকে রেহাই নেই মালদহ, দুই দিনাজপুরেরও। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা যেমন মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 

 

 

Next Article