Weather Report: চলতি সপ্তাহে কলকাতায় বসেই পাবেন রবিবারের দার্জিলিং-এর ওয়েদার

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 19, 2023 | 11:24 AM

Weather Report: বঙ্গোপসার থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি-র অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে প্রভাব ফেলতে চলেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তি ক্ষয় করবে বলে জানা গিয়েছে। এরপরই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।

Weather Report: চলতি সপ্তাহে কলকাতায় বসেই পাবেন রবিবারের দার্জিলিং-এর ওয়েদার
শীতের আমেজ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রবিবারের দুপুর, তার ওপর বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ। সপ্তাহান্তে একেবারে জমাটি দুপুর কাটাবে বলে তৈরি রয়েছেন সবাই। তার মধ্যেই উপরি পাওনা হল শীতের আমেজ। রবিবার সকালেই টের পাওয়া গেল শীত শীত ভাব। শীতের আমেজ রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আকাশ থাকে পরিষ্কার। আর রাত নামবে চেপে বসলে শীত। তাপমাত্রা আরও কমবে। কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামবে চলতি সপ্তাহেই। আজ, রবিবার দার্জিলিং-এর তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহেই মধ্যে কলকাতাও সেই তাপমাত্রা ছুঁয়ে ফেলবে বলে জানা যাচ্ছে।

তবে মোটের ওপর আকাশ পরিষ্কার থাকলেও জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আগামী মঙ্গলবার অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিনই দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও একটু নামতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

তবে দক্ষিণের জেলাগুলিতে ছট পুজো বা জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পরিষ্কার আকাশ থাকবে। এদিকে, বঙ্গোপসার থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি-র অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে প্রভাব ফেলতে চলেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তি ক্ষয় করবে বলে জানা গিয়েছে। এরপরই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।

বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি থাকবে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা ফিরবে। আকাশও থাকবে পরিষ্কার। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

Next Article