কলকাতা: জানুয়ারির শুরুতেই খামখেয়ালি আবহাওয়া। যখন দিনভর উত্তুরে হাওয়া আর শীত পোশাকের ওম সঙ্গী হওয়ার কথা, তখন রাত বাড়লেও খুব ভারী সোয়েটার, শালের দরকার পড়ছে না। হাল্কা একটা চাদরই যথেষ্ট। হাওয়া অফিস বলছে, বুধবার অনেকটাই বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। সঙ্গে পূবালী হাওয়া। দুইয়ে মিলে একেবারে হাত ধুয়ে পড়ে গিয়েছে শীতের পিছনে।
এদিন সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা উপরে। বেলা বাড়লে আরও খানিকটা ঊর্ধ্বমুখী হবে পারদ। এ সপ্তাহ তো বটেই, আগামী সপ্তাহেও এমনটাই আবহাওয়া থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ৭ জানুয়ারি নতুন পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকূটি রয়েছে। এর জেরে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের ঝলকানি তা কাটিয়ে দিয়েছে। দিনভর আকাশও পরিষ্কারই থাকছে। সকালের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবারের তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস উপরে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। এদিন বেলা বাড়তেই শহরে রীতিমত গরম অনুভূত হবে বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের। জলীয় বাষ্প থাকার জন্য বাড়বে অস্বস্তি। উল্লেখযোগ্যভাবে, মঙ্গলবারই কলকাতা-সংলগ্ন জেলাগুলিতেও শীতের কনকনানি উধাও। উল্টে বেড়েছে গরম।
এই আবহাওয়ায় সর্দি, কাশি, জ্বরের সম্ভাবনা বাড়ছে। চিকিৎসকমহলের পরামর্শ, শীত পোশাককে একেবারে দূরে ফেলে রাখবেন না। পাতলা চাদর বা স্টোল গায়ে চড়িয়ে রাখুন।