কলকাতা: ঘূর্ণাবর্তের জের। বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গে চলছে টানা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টাও টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম বঙ্গপোসাগর অর্থাৎ সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার ওপর একটি নিম্নচাপ রয়েছে। এটিও ঝাড়খণ্ডের ওপর দিয়ে এগিয়ে আসছে।
২০, ২১ ও ২২ তারিখ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হলেও, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আজ ২১ সেপ্টেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৫ শতাংশ।
২৩ তারিখ পর্যন্ত উপরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতার আকাশও শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশই থাকবে।
ভারী বৃষ্টির ফলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলির নর্দমায় জল জমছে। রাজ্যে এমনিতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। এই পরিস্থিতি নিকাশি ব্যবস্থা ঠিক না থাকলে বৃষ্টির জমা জল আবার ভয় ধরাচ্ছে বুকে। এই পরিস্থিতি এমনিতেই আগামী দু’সপ্তাহ পুরসভার কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। চিকিৎসকরা সাধারণ মানুষকেও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।