Cyclone Fengal: বঙ্গোপসাগরে মাথা তুলছে সাইক্লোন ‘ফেইঞ্জাল’, ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া!

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 26, 2024 | 1:04 PM

Weather Update: গত অক্টোবর মাসেই সাইক্লোন 'দানা'র প্রভাবে প্রবল বৃষ্টি হয় বাংলায়। আর এবার নতুন করে তৈরি হচ্ছে সাইক্লোন।

Cyclone Fengal: বঙ্গোপসাগরে মাথা তুলছে সাইক্লোন ফেইঞ্জাল, ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া!
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ‘দানা’র পর এবার আরও এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফেইঞ্জাল’-এর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। গত অক্টোবরে সাইক্লোন ‘দানা’র প্রভাব পড়েছিল বাংলায়। সেই সাইক্লোন আছড়ে পড়েছিল পুরী ও সাগরদ্বীপের মাঝে। ঝড়ের প্রভাব খুব বেশি না পড়লেও প্রবল বৃষ্টি হয়েছিল বাংলার উপকূলে। গত একমাসে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে। তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। শীত শীত আমেজ শুরু হয়ে গিয়েছে। আর এরই মধ্যে হাজির নতুন ঘূর্ণিঝড়।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ। তার জেরে প্রবল বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।

বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়া বিদরা। তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে ‘ফেইঞ্জাল’। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে মেঘ ঢুকবে বাংলার উপকূলে। শনিবার বাংলার ২ উপকূলীয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই ঝড়ের প্রভাবে সপ্তাহের শেষে ঠান্ডার আমেজ কিছুটা কমবে।

তামিলনাড়ু, পুদুচেরী, কাড়াইকানালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৮ ও ২৯ নভেম্বর এই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Next Article