Calcutta High Court: ‘স্বস্তি’ পেলেন পুলিশ হেফাজতে থাকা বিকাশ, বড় নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: সঞ্জয় পাইকার

Nov 26, 2024 | 12:17 PM

Calcutta High Court: কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ। তাঁরও নাম জড়ায় কয়লা পাচার ও গরু পাচার মামলায়। ২০২১ সালে তাঁকে গ্রেফতার করে সিবিআই। পরে জামিনে ছাড়া পান। সেইসময় তাঁর জামিন মঞ্জুর করে আদালত একাধিক শর্ত বেঁধে দেয়।

Calcutta High Court: স্বস্তি পেলেন পুলিশ হেফাজতে থাকা বিকাশ, বড় নির্দেশ হাইকোর্টের
হাইকোর্টে কিছুটা স্বস্তি পেলেন বিকাশ মিশ্র

Follow Us

কলকাতা: হাইকোর্টে কিছুটা স্বস্তি পেলেন কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। বছর দুয়েক আগে কয়লা পাচারকাণ্ডে জামিন পেলেও একাধিক শর্ত বেঁধে দিয়েছিল আদালত। সেই সব শর্ত শিথিল করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আর প্রতি সপ্তাহে সিবিআই অফিসে হাজিরা দিতে যেতে হবে না বিকাশ মিশ্রকে মাসে একবার গেলেই হবে। কলকাতার বাইরে না-যাওয়া নিয়েও শর্ত কিছুটা শিথিল করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ।

কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ। তাঁরও নাম জড়ায় কয়লা পাচার ও গরু পাচার মামলায়। ২০২১ সালে তাঁকে গ্রেফতার করে সিবিআই। পরে জামিনে ছাড়া পান। সেইসময় তাঁর জামিন মঞ্জুর করে আদালত একাধিক শর্ত বেঁধে দেয়। জামিনের সময় আদালত শর্ত দেয়, কলকাতার বাইরে যেতে পারবে না বিকাশ। পাশাপাশি প্রতি সপ্তাহে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে।

এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বিকাশ। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, কলকাতার বাইরে যেতে পারবেন তিনি। তবে কোনওভাবেই আদালতের কাজ ছাড়া পশ্চিম বর্ধমান যেতে পারবেন না তিনি। যেতে পারবেন না রাজ্যের বাইরেও। পাশাপাশি প্রতি সপ্তাহের বদলে মাসে একবার সিবিআই অফিসে হাজিরা দিতে হবে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগে বিকাশকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে এখন পুলিশ হেফাজতে রয়েছেন বিকাশ।

 

Next Article