Weather Update: প্রবল বর্ষণ পাহড়ে ধস নামার আশঙ্কা, উত্তরে জারি কমলা সতর্কতা
Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যখন বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু করে কমতে শুরু করেছে, তখন ঠিক উল্টো ছবি উত্তরের জেলাগুলিতে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। শনিবার ও রবিবারও উত্তরের জেলাগুলিতে একইভাবে বৃষ্টি হবে।

কলকাতা: সকাল থেকেই শহরে সেভাবে রোদ্দুরের দেখা নেই। আংশিক মেঘলা আকাশ। মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়ে গিয়েছে কলকাতা ও শহরতলির বেশ কিছু জায়গায়। আগামী কয়েকদিনও আকাশ একইরকম থাকবে। আগামী শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ সেপ্টেম্বর) দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।
সপ্তাহান্ত থেকে বৃষ্টি কমবে দক্ষিণে
এরপর বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু করে কমতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ২৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। আগামী ২৬ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে তা আরও অনেকটা কমে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত বেড়েছিল, সেটি এখন অনেকটাই সরে গিয়ে দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ফলে সপ্তাহান্ত থেকেই বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু করে কমবে।
উত্তরে অতিবৃষ্টি
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যখন বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু করে কমতে শুরু করেছে, তখন ঠিক উল্টো ছবি উত্তরের জেলাগুলিতে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। শনিবার ও রবিবারও উত্তরের জেলাগুলিতে একইভাবে বৃষ্টি হবে। উত্তরের একেবারে উপররে দিকের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও। উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের একাধিক জেলায় বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
উত্তরের নদীগুলিতে বাড়বে জলস্তর, পাহাড়ে ধসের আশঙ্কা
গতকাল থেকেই শুরু হয়েছে উত্তরের জেলাগুলিতে প্রবল বর্ষণ। আগামী আরও ৪৮ ঘণ্টা একইরকম আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে উত্তরের নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। একইসঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও থেকে যাচ্ছে। নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গে দৃশ্যমানতাও কিছুটা কমতে পারে।
