Weather Update: উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম এ ক’দিন বাংলা শুধুই চলবে…

Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি আরও বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের তিন জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

Weather Update: উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম এ ক’দিন বাংলা শুধুই চলবে…
তাপপ্রবাহ নাকি বৃষ্টি?
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2023 | 4:48 PM

কলকাতা: গোটা সপ্তাহ জুড়ে পুড়বে বাংলা। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের কয়েক জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি আরও বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের তিন জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

এক নজরে তাপপ্রবাহ কবে কোথায়?

শুক্রবার ২ রা জুন তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে।

শনিবার, ৩ জুন তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়।

বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায়।

এদিকে, নতুন মাসের শুরুতেই মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বৃহস্পতিবার থেকে তিন চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও কলকাতায় বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। বেলা বাড়লেই গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আপাতত কলকাতাবাসীর কপালে বৃষ্টির শিকে ছিঁড়ছে না।

বুধবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯০ শতাংশ শতাংশ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, নির্ধারিত সময়ের ৮ দিন পরে হলেও আন্দামানে ইতিমধ্যে বর্ষা ঢুকে গিয়েছে। ১৯ মে নিকোবরে বর্ষা আসে। তারপর দুর্বল হয়ে পড়ে মৌসুমী বায়ু। অবশেষে মৌসুমী বায়ু শক্তিশালী হয়েছে। তবে এবার কেরলেও দেরিতে ঢুকবে বর্ষা। ৪ জুন বর্ষা ঢুকতে পারে দেশের মূল ভূখণ্ডে। বাংলায় কবে, সেদিকেই তাকিয়ে সকলে।