কলকাতা: আগামী বুধবার পর্যন্ত টানা চলবে বৃষ্টি। মাঝের শনি ও রবিবার হালকা বৃষ্টি হলেও, সোমবার থেকে ঝাঁপিয়ে বৃষ্টি। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, সেটা অনেকটাই সরে গিয়েছে। সরে গিয়ে মধ্যপ্রদেশের পূর্ব দিকে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গের ওপরেই রয়েছে।
শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ কয়েকটি জেলায় সকালেই মারাত্মক বৃষ্টি হয়েছে। ১৬ থেকে ১৭ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে কোথাও কোথাও হালকা বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত বৃষ্টি আবারও বাড়বে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। ১৯ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। তবে তা বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। শুক্রবার ভোর থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টি হয়।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে আবার বৃষ্টি বাড়বে। সোমবারই বিশ্বকর্মা পুজো। বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকবে। এই সতর্কবার্তা মূলত দক্ষিণবঙ্গের জন্যই। উত্তরবঙ্গে আপাতত বেশি বৃষ্টির আশঙ্কা নেই। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।