West Bengal Weather update: রবিবার রাতেই বাংলায় জোড়া বিপদ! সাইক্লোন ‘রেমাল’ আছড়ে পড়ার রাতেই যা ঘটবে…

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 25, 2024 | 12:43 PM

Cyclone Update: রেমাল-কোটাল জোড়া ফলায় বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হচ্ছে। অনেকেই মনে করছেন, আয়লার স্মৃতি ফেরাতে পারে এই জোড়া বিপদ। সুন্দরবনে বাঁধ ভেঙে দুর্যোগ হওয়ার ঘটনা নতুন নয়। আগে এখানকার মানুষ বিপদে পড়েছে এই পরিস্থিতির জন্য।

West Bengal Weather update: রবিবার রাতেই বাংলায় জোড়া বিপদ! সাইক্লোন রেমাল আছড়ে পড়ার রাতেই যা ঘটবে...
আছড়ে পড়বে সাইক্লোন রেমাল
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: সাইক্লোন রেমাল কোথায়, কখন আছড়ে পড়বে, তা নিয়ে ইতিমধ্যেই তথ্য প্রকাশ করতে শুরু করেছে আলিপুর আবহাওয়া দফতর। তিন বছর আগে আছড়ে পড়া ইয়াস ঘূর্ণিঝড়ের স্মৃতি ফেরাচ্ছে রেমাল, কারণ সেই একই দিনে (২৬ মে) এই সাইক্লোন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বাংলায়। মূলত দক্ষিণ উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে আরও এক বিপদ অপেক্ষা করছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আশঙ্কা করা হচ্ছে, ফের একবার বিপদের মুখে পড়েছে সুন্দরবন।

হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হচ্ছে, ঘূর্ণিঝড়ের দোসর হতে পারে ভরা কোটাল। আগামী রবিবার মধ্যরাতে সুন্দরবনে আছড়ে পড়বে রেমাল। আর ওই রাতেই নদী-সমুদ্র ফুলে-ফেঁপে উঠবে ভরা কোটালে। রাত ১১টা নাগাদ সুন্দরবনের নদীতে ভরা কোটালের প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে।

রেমাল-কোটাল জোড়া ফলায় বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হচ্ছে। অনেকেই মনে করছেন, আয়লার স্মৃতি ফেরাতে পারে এই জোড়া বিপদ। সুন্দরবনে বাঁধ ভেঙে দুর্যোগ হওয়ার ঘটনা নতুন নয়। আগে এখানকার মানুষ বিপদে পড়েছে এই পরিস্থিতির জন্য। রেমালের জেরে বাঁধ ভাঙলে শেষ দফার ভোটের আগে শুরু হবে নতুন বিতর্ক। বাঁধের রক্ষণাবেক্ষণ ঠিক ভাবে হয় না বলেই অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ঝড়ের মোকাবিলা করতে লালবাজারে খোলা হয়েছে ইন্ট্রিগেটেড কন্ট্রোল রুম। যেখানে দমকল বিভাগ, বিপর্যয় মোকাবিলা দফতর, পূর্ত দফতর, পুরসভা ও সিইএসসি-র প্রতিনিধিরা থাকবেন। কোনও অসুবিধা হলে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতা শহরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Next Article