Weather News: উষ্ণতায় রেকর্ড গড়ল ২০২৩! শীতেও ‘ঘাম ঝরাবে’ আবহাওয়ার এমন খবর

Kaamalesh Chowdhury | Edited By: Soumya Saha

Jan 11, 2024 | 7:37 PM

Weather Update: কোনও একটি নির্দিষ্ট বছরের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার গড়ের উপর ভিত্তি করে বছরের উষ্ণতা নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে ২০২৩ সালের উষ্ণতা সাধারণ গড়ের থেকে ০.৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগে ২০২৬ সালে তা ছিল সাধারণ গড়ের থেকে ০.৭১ ডিগ্রি সেলসিয়াস।

Weather News: উষ্ণতায় রেকর্ড গড়ল ২০২৩! শীতেও ঘাম ঝরাবে আবহাওয়ার এমন খবর
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ফেলে আসা ২০২৩ সাল উষ্ণতার নিরিখে রেকর্ড তৈরি করে ফেলল। গত ১২৩ বছরের ইতিহাসে দেশের দ্বিতীয় উষ্ণতম বছর হিসেবে উঠে এল ২০২৩ সাল। নতুন বছরে পা রাখতে না রাখতেই এ কথা জানিয়ে দিল মৌসম ভবন। এর আগে রয়েছে ২০১৬ সাল। এখনও পর্যন্ত ভারতে উষ্ণতম বছর হিসেবে রয়েছে ২০১৬ সাল। ফেলে আসা ২০২৩ সাল যে বিশ্বের উষ্ণতম বছর হওয়ার পথে, সে কথা আগেই বলেছিল বিশ্ব আবহাওয়া সংস্থা।

প্রসঙ্গত, কোনও একটি নির্দিষ্ট বছরের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার গড়ের উপর ভিত্তি করে বছরের উষ্ণতা নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে ২০২৩ সালের উষ্ণতা সাধারণ গড়ের থেকে ০.৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগে ২০১৬ সালে তা ছিল সাধারণ গড়ের থেকে ০.৭১ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস থেকে জানানো হয়েছিল ২০২৩ সালের জুন থেকে অগস্ট মাস ছিল বিশ্বের সবথেকে উষ্ণতম তিন মাস। কোরারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের থেকে জানানো হয়েছিল, জুন-জুলাই-অগস্ট, এই তিন মাসে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৬.৭৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই তিন মাসের স্বাভাবিক গড়ের তুলনায় ০.৬৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এমনকী ওই তিন মাসের জন্য বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও ছিল তাৎপর্যপূর্ণভাবে বেশি।

চলতি বছরেই কোরারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তরফে আবহওয়াবিদ সামান্থা বার্গেস আশঙ্কা কেরছিলেন, জলবায়ুর এমন রেকর্ড আগামী দিনে বিশ্বব্যাপী তৈরি হতে থাকবে এবং গ্রিন হাউজ় গ্যাস তৈরি বন্ধ না হলে, আরও চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

Next Article