Weather Update: স্থলভাগে সকালেই প্রবেশ, কোন কোন জেলায় বিপর্যয়?
Weather Update: কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস।

কলকাতা: নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে আজই। সকালে ওড়িশার গোপালপুরের কাছে এটি স্থলভাগে ঢুকেছে। গভীর নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
মঙ্গল ও বুধবারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু।
কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস। শনিবার থেকে বৃষ্টি আরও খানিকটা বাড়বে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের পাঁচ জেলায়। বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে।
কলকাতাতেও আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শহরে। মূলত মেঘলা আকাশ, মূলত পাসিং সাওয়ার রেইন। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৫ শতাংশ। ফলে অস্বস্তি বজায় থাকছে।

