Weather Update: শুধু নিম্নচাপই নয়, ঘূর্ণিঝড়ও চোখ রাঙাচ্ছে…

Kaamalesh Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Aug 29, 2024 | 3:57 PM

Weather: হাওয়া অফিসের পূর্বাভাস, ৪-৫ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। খুব বেশি হলে, কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। গুজরাত লাগোয়া আরব সাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ে দেশের ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কম। গুজরাত উপকূল থেকে দূরে সরবে সম্ভাব্য ঘূর্ণিঝড়।

Weather Update: শুধু নিম্নচাপই নয়, ঘূর্ণিঝড়ও চোখ রাঙাচ্ছে...
বৃষ্টির পূর্বাভাস।
Image Credit source: Rahul Sadhukhan

Follow Us

কলকাতা: দু’দিন আগেই বাংলার বরাত থেকে টলেছে। আবারও নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জন্ম হল আবার। তবে এই নিম্নচাপে বাংলায় ভারী দুর্যোগের আশঙ্কা নেই বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। নিম্নচাপে অতি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্ধ্র প্রদেশ, ওড়িশায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি অবধি হতে পারে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

হাওয়া অফিসের পূর্বাভাস, ৪-৫ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। খুব বেশি হলে, কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। গুজরাত লাগোয়া আরব সাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ে দেশের ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কম। গুজরাত উপকূল থেকে দূরে সরবে সম্ভাব্য ঘূর্ণিঝড়।

গত সপ্তাহে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ কলকাতা-সহ একাধিক জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে উদ্বেগ না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই জেলাগুলিতে।

Next Article