কলকাতা: সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি কলকাতা-সহ সংলগ্ন এলাকায়। এ বৃষ্টি নিম্নচাপের। ঝাড়খণ্ডে নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হবে। ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়। এরপরই ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। এখনও ৩৪ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আর এই পরিস্থিতির মধ্যেই আরও এক নিম্নচাপের পূর্বাভাস।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনি ও রবিবার ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। ধীরগতিতে এটি ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপ।
সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে আজ। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।