Weather Update: মার্চেই রেকর্ড গরম? হাওয়া অফিসের তো ‘ঝোড়ো’ পূর্বাভাস

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Mar 01, 2024 | 11:29 AM

Weather Update: রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে।

Follow Us

কলকাতা: সকালের দিকে হালকা শিরশিরে আবহাওয়া রয়েছে এখনও। গ্রামবাংলায় বহুল প্রচলিত কথাই হল, দোল অবধি শীতের আমেজ থেকেই যায়। তেমনটাই যদি সত্যি হয়, তাহলে মার্চের শেষ অবধি এই আমেজ থাকার কথা। কারণ, এবার দোল পড়েছে ২৫ মার্চ। যদিও হাওয়া অফিস বলছে, ভোরের দিকে শিরশিরানি অনুভূত হলেও দিনের পারদ এবার চড়তেই থাকবে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৩ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে।

রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরের একাধিক জেলায়। উত্তরবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে।

দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, বর্ধমান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে।

এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার ও সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসবে মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে। কেরল থেকে কোঙ্কন পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে।

কলকাতা: সকালের দিকে হালকা শিরশিরে আবহাওয়া রয়েছে এখনও। গ্রামবাংলায় বহুল প্রচলিত কথাই হল, দোল অবধি শীতের আমেজ থেকেই যায়। তেমনটাই যদি সত্যি হয়, তাহলে মার্চের শেষ অবধি এই আমেজ থাকার কথা। কারণ, এবার দোল পড়েছে ২৫ মার্চ। যদিও হাওয়া অফিস বলছে, ভোরের দিকে শিরশিরানি অনুভূত হলেও দিনের পারদ এবার চড়তেই থাকবে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৩ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে।

রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরের একাধিক জেলায়। উত্তরবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে।

দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, বর্ধমান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে।

এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার ও সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসবে মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে। কেরল থেকে কোঙ্কন পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে।

Next Article