কলকাতা: নভেম্বর মাস শেষ। মাঝখানে ভোর, সকাল কিংবা সন্ধ্যার পর হালকা শিরশিরানি অনুভূত হচ্ছিল। তবে গত কয়েকদিনে আবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ২২ বছরে এই নভেম্বর ‘উষ্ণতম’। আবহাওয়া অফিস বলছে, এই মুহূর্তে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। সেটি অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এবং আন্দামান সাগর এর উপর।
এই নিম্নচাপের অভিমুখ উত্তর উত্তর-পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এর স্থান হবে উত্তর পশ্চিম সাগরে। ৩ ডিসেম্বর নাগাদ তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর নর্থ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পৌঁছবে তা।
৩ তারিখ অবধি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে এই সিস্টেমের কারণে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে। ফলে পারাপতনের কোনও সম্ভাবনা এখনই নেই। অর্থাৎ ৪ তারিখ অবধি তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আবহাওয়াবিদরা বলছেন, সাধারণ এই সময়টা শুকনো বাতাসের প্রভাব থাকে। অথচ এখন বাতাসে জলীয় বাষ্প বর্তমান। যা ঠান্ডার পথে কাঁটা হয়ে থাকছে।