Weather Update: মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি, শেষ বেলায় কোন কোন জেলায় দাপট দেখাবে কালবৈশাখী?

souvik majumder | Edited By: Soumya Saha

Mar 20, 2023 | 4:50 PM

West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবথেকে বেশি কালবৈশাখী হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update: মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি, শেষ বেলায় কোন কোন জেলায় দাপট দেখাবে কালবৈশাখী?
কবে আসবে কালবৈশাখী?

Follow Us

কলকাতা: গত কয়েকদিন ধরে আকাশ আংশিক মেঘলা (Weather Update)। সূর্যের সেই প্রখর তেজ, গত কয়েকদিনে দেখা যায়নি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে (Rain Forecast) তাপমাত্রাও অনেকটা কমেছে। মরশুমের প্রথম কালবৈশাখীর (Kalbaishakhi) সাক্ষীও থেকেছে কলকাতা। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝোড়ো হাওয়ার দাপট দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবথেকে বেশি কালবৈশাখী হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়-বৃষ্টির দাপট শুধু দক্ষিণের জেলাগুলিতেই নয়, উত্তরবঙ্গেও একইভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বুধবার থেকে (২২ মার্চ) পরিস্থিতির কিছুটা বদল হবে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ২২ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। কিছুটা উন্নতি হবে আবহাওয়ার এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রেই আগামী ২৩ মার্চ থেকে ঝড়-বৃষ্টি থাকবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে আগামী দুই দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু দুই দিন পর থেকে, যখন ঝড়-বৃষ্টির প্রভাব কমে যাবে, তখন দিনের বেলার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দিনের বেলার তাপমাত্রা সেক্ষেত্রে প্রায় দুই-তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

উল্লেখ্য, গত কয়েকদিনের মেঘলা আকাশ ও ঝড়-বৃষ্টির দৌলতে এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রা। স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নেমে গিয়েছে শহর ও শহরতলির তাপমাত্রা। ঝড়-বৃষ্টির সৌজন্যে তুলে রাখা শীতের পোষাক, কম্বল অনেককেই আবার নামাতে হয়েছে। তবে মঙ্গলবারের পর থেকে এই ঝড়-বৃষ্টির পরিবেশ বদলে গেলে আবার বাড়বে তাপমাত্রার পারদ।

Next Article