কলকাতা: বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টির ভ্রুকুটি। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা। আর সেই নিম্নচাপের বৃষ্টিতেই বিঘ্ন ঘটতে পারে ইডেনের ম্যাচে। বৃহস্পতিবার ইডেনে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। এইদিন কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও।
শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ ৮ জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। মঙ্গলবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। বৃহস্পতিবার তা গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপ আরও শক্তি বাড়াবে কি না, নিম্নচাপের গন্তব্যই বা কী হবে, উত্তর খুঁজছেন আবহবিদরা। নভেম্বর ঘূর্ণিঝড়-প্রবণ মাস, তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বুধবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের হালকা বৃষ্টি
বৃহস্পতিবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের ভারী বৃষ্টি
বৃহস্পতিবার: কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি
শুক্রবার: কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি