হীরক মুখোপাধ্যায়
কলকাতা: রোদ উঠেছে তবে বৃষ্টির পূর্বাভাস এখনও যায়নি। একদম সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তে ধীরে-ধীরে পরিষ্কার হয়েছে। উঠেছে রোদ। বেড়েছে তাপমাত্রাও। কিন্তু এই পরিস্থিতি বদলে যেতে যখন-তখন। কারণ আলিপুর আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েই রেখেছে।
বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। এর পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়ায়। তবে একদম হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বৃষ্টি হলে জেলাগুলিতে সাময়িক ভাবে তাপমাত্রা কমবে। অপরদিকে, আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এ দিকে, পূর্বাভাস মতো রাতভর বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়। তারপরই আজ গোটা সকাল ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। কুয়াশার আস্তরণ এতটাই ঘন ছিল যে কয়েক ফুট দুরের বস্তুও ভাল করে দেখা যাচ্ছিল না। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সেই আস্তরণ আরও ঘন হতে থাকে। যার জেরে যান ও ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়। সকাল আটটা পেরিয়ে গেলেও যান বাহন চলাচল করছে হেডলাইট জ্বেলে। ট্রেন চলাচলও করছে ধীর গতিতে। একদিকে অসময়ের বৃষ্টি আর অন্যদিকে ঘন কুয়াশা দুয়ের প্রভাবে রবি ফসলে ক্ষতির আশঙ্কা করছেন জেলার চাষিরা।